ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যর্থ সেনা অভ্যুত্থান

তুরস্কের ছয় সাংবাদিকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৩:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

তুরস্কের ছয় সাংবাদিকের যাবজ্জীবন

তুরস্কে ২০১৬ সালের ব্যর্থ সেনাঅভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় সাংবাদিককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। কারাদ- পাওয়া ছয় সাংবাদিক হলেন- নাজলি ইলচাক, আহমেত আলতান, মেহমেত আলতান, ফেভজি ইয়াজিকি, ইয়াকুপ সিমসেক ও সুকরু তুগরুল ওজসেনগুল। যুক্তরাষ্ট্রে বসবাস করা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ওই ছয় সাংবাদিক দোষী সাব্যস্ত হয়েছেন। যদিও দ-াদেশ পাওয়া সবাই গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।- খবর বিবিসি তুরস্কের জনপ্রিয় সাংবাদিক ও লেখক আলতান ভাইদের বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ জুলাই অভ্যুত্থানের আগের দিন সন্ধ্যায় টেলিভিশনে একটি ‘টকশো’ তে সম্ভাব্য অভ্যুত্থানের বিষয়ে ‘কোড ম্যাসেজ’ দেয়ার অভিযোগ করা হয়। ব্যর্থ অভ্যুত্থানের পরপরই তাদের আটক করা হয়। জাতিসংঘ, ওএসসিই ও কয়েকটি মানবাধিকার সংগঠন এই রায়ের তীব্র সমালোচনা করেছে। ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট (আইপিআই) এ রায়ের বিরুদ্ধে আপীল করেছে বলে জানায় দ্য গার্ডিয়ান। ইথিওপিয়ায় ফের জরুরী অবস্থা প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম দেসালেনের আকস্মিক পদত্যাগের একদিনের মাথায় ইথিওপিয়াজুড়ে ফের জরুরী অবস্থা জারি করা হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভ থামাতে এ পথে হাঁটতে হয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হচ্ছে। দেশটিতে তিন বছর ধরে চলা বিক্ষোভ-সহিংসতায় কয়েক ’শ লোক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি। আগের দফায় দীর্ঘ ১০ মাসের জরুরী অবস্থা দেখেছেন দেশটির নাগরিকরা। গত বছর ওই জরুরী অবস্থার অবসানের ঘোষণা এলেও রাজনৈতিক টানাপোড়েন শেষ হয়নি।
×