ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আহতদের দেখতে হাসপাতালে ট্রাম্প ও মেলানিয়া

প্রকাশিত: ০৩:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

আহতদের দেখতে হাসপাতালে ট্রাম্প ও মেলানিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ফ্লোরিডায় হাসপাতাল পরিদর্শন করেছেন। ফ্লোরিডায় স্কুলে গুলিবর্ষণে হতাহতদের প্রতি সম্মান জানাতে শুক্রবার উভয়ে হাসপাতালে যান। ফ্লোরিডার একটি স্কুলে বেপরোয়া গুলিবর্ষণে ১৭ শিক্ষার্থী প্রাণ হারায়। খবর এএফপির। হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, প্রেসিডেন্ট ব্রাওয়ার্ড হেলথ নর্থ হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক ও কর্মীকে জীবন রক্ষায় সহযোগিতা প্রদান করায় ধন্যবাদ জানান। সেই সঙ্গে ট্রাম্প ব্রাওয়ার্ড শেরিফ কার্যালয়ে কর্মরত সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালনের জন্যেও ধন্যবাদ প্রদান করেন। ট্রাম্পের হাসপাতালটি সফরের খবর আগাম জানানো হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প যখন মার এ লাগো রিসোর্টে অবকাশ যাপন করছিলেন তখন ১৯ বছর বয়সের এক স্কুলছাত্র বিশ্ব ভালবাসা দিবসে পার্কল্যান্ডের একটি স্কুলে বেপরোয়া গুলি চালায়। মার এ লাগো রিসোর্ট থেকে পার্কল্যান্ড মাত্র ৪৫ মিনিটের যাত্রাপথ। নিকোলাস ক্রুজ নামের ছাত্রটি মারজরি স্টনমান ডগলাস হাই স্কুলে বুধবারের হত্যাকা-ের দায় স্বীকার করেছে। এটি এ যাবতকালে স্কুলে চালানো হত্যাকা-গুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। তবে এ মর্মান্তিক এ ঘটনার পরও ট্রাম্প দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে কোন কথা বলছেন না।
×