ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাপাসিয়ায় একুশে উপলক্ষে গণতন্ত্রী পার্টির সভা

প্রকাশিত: ০৮:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

কাপাসিয়ায় একুশে উপলক্ষে গণতন্ত্রী পার্টির সভা

শুক্রবার বিকেল ৪টায় গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা কার্যালয়ে গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যেগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কাপাসিয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। সভার শুরুতে ভাষা শহীদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপনের মৃত্যতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে গভীর শোক প্রকাশ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির চেতনা আজও আমাদের মাঝে উজ্জ্বল এবং অম্লান। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্য দেশ রত্ন শেখ হাসিনা উদার অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশ^মন্দার মাঝেও বাংলাদেশ অর্থনৈতিক, অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক ও অনান্য সূচকে অনেক উদাহরণ সৃষ্টি করেছে এবং অনন্য সাফল্য অর্জন করেছে। বঙ্গবন্ধু কন্যা সব সময় বলে থাকেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এই জাতি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ দেশকে স্বাধীন করেছে, সে জাতি কোন অবস্থায় পরাজয় মানতে পারে না। এ জাতি স্বাধীন আত্মনির্ভরশীল জাতি হিসাবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।’ এটিই হলো আজকে আমাদের নেত্রীর প্রত্যাশা। আমি বিশ্বাসকরি তিনি প্রত্যাশা অনুযায়ী অনেক পথ পেরিয়ে এসেছেন। আজকের একুশের চেতনা হলো মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ১৪ দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রেরণায় আমরা যেন সেই বাঙালীর চিরচেনা ঐতিহ্য ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সে লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। আমি বিশ্বাসকরি, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা অবশ্যই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। রেজাউল করিম খানের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক আবদুল আলীমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক উৎপল বণিক, সমাজ কল্যাণ সম্পাদক নিমাই, আলি আকবর, মাহফুজ আহমেদ, মামুন প্রমুখ। - বিজ্ঞপ্তি
×