ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উড়ছেন আফ্রিকার সালাহ

প্রকাশিত: ০৬:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 উড়ছেন আফ্রিকার সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৭-১৮ মৌসুমেও প্রায় একই অবস্থা। নিজের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন এলএম টেন। রোনাল্ডোর সূচনাটা ভাল না হলেও রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ধীরে ধীরে ফিরছেন স্বরূপে। তবে এই সময়ের মধ্যেই চমক হয়ে এলেন মোহাম্মদ সালাহ। মিসরের জাতীয় দলের এই তারকা ফরোয়ার্ড গত বছরেই রোমা থেকে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব লিভারপুলে। এ্যানফিল্ডে যোগ দিয়েই যেন উড়তে শুরু করেন তিনি। প্রতিপক্ষের জালে গোল করাটাকে নিয়মিত অভ্যাসে যেন পরিণত করে ফেলেছেন ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই তারকা ফরোয়ার্ড। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুল ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পোর্তোকে। এই ম্যাচের দ্বিতীয় গোলটি আসে সালাহ’র পা থেকে। এই গোলের সৌজন্যে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন তিনি। লিভারপুলের ইতিহাসের ১৩তম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে মাত্র ৩৭ ম্যাচ খেলে ৩০ গোল করার রেকর্ড গড়েন এই আফ্রিকান। ফেব্রুয়ারির মাঝামাঝিতেই এই রেকর্ড গড়ায় ফুটবলবোদ্ধাদের ধারণা, মৌসুমের শেষে ৪০ গোলের মাইলফলককেও ছাড়িয়ে যেতে পারেন মোহাম্মদ সালাহ। এদিকে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির গোলসংখ্যা ২৭। অর্থাৎ সালাহর চেয়েও ৩ গোল কম। বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকারের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা ২৫। তবে এই মৌসুমে ইউরোপের শীর্ষসারির লীগগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন। তার গোল ৩১। ২৯ গোল করে সালাহ’র পরে রয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো। এরপর একই বিন্দুতে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর দুই তারকা নেইমার-কাভানি। উভয়ের গোল সমান ২৮।
×