ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শূটিংয়ের দলটিই সবচেয়ে বড় বাংলাদেশের

প্রকাশিত: ০৬:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

শূটিংয়ের দলটিই সবচেয়ে বড় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৪-১৫ এপ্রিল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের একবিংশ আসর। এতে বাংলাদেশ অংশ নেবে এ্যাথলেটিক্স, সাঁতার, ভারোত্তোলন, শূটিং, মুষ্টিযুদ্ধ ও কুস্তিতে। আগামী ২৪ মার্চ বাংলাদেশ দল গেমসে অংশ নিতে অস্ট্রেলিয়া যাবে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা মিলিয়ে ৪১ সদস্যের দল বাংলাদেশের। সবচেয়ে বড় দল হচ্ছে শূটিংয়ের। ১৩ শূটার। তারপর ভারোত্তোলক। শূটাররা অংশ নেবেন ৮ ইভেন্টে। একমাত্র শূটিং থেকে পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। শূটাররা হলেন : আবদুল্লাহ হেল বাকী, শোভন চৌধুরী, রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান মুন্না, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, আরমিন আশা, আরদিনা ফেরদৌস, আমিরা হামিদ, সৈয়দা আতকিয়া হাসান, জাকিয়া সুলতানা, সুরাইয়া আক্তার এবং শারমিন শিল্পা। এ্যাথলেটরা হলেন : মেজবাহ আহমেদ, শিরিন আক্তার এবং খুরশিদা খাতুন। বক্সাররা হলেন : রবিন মিয়া, আল-আমিন এবং কাজী আব্দুল মান্নান। ভারোত্তোলকরা হলেন : বিদ্যুৎ কুমার রায়, শিমুল কান্তি সিংহ, ফুলপতি চাকমা, মাবিয়া আক্তার সীমান্ত, জহুরা খাতুন নিশা এবং ফাহিমা আক্তার ময়না। সাঁতারুরা হলেন : রেজাউল হোসেন বাদশা, আরিফুল ইসলাম, মাহমুদুন নবী নাহিদ এবং নাজমা খাতুন। কুস্তিগীররা হলেন : আল আমজাদ, শিরিন সুলতানা।
×