ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্সেনাল, এ্যাটলেটিকোর সহজ জয়

প্রকাশিত: ০৬:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

আর্সেনাল, এ্যাটলেটিকোর সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের পর ইউরোপা লীগ ফুটবলেরও নক-আউট পর্বের লড়াই শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে শেষ ৩২-এর প্রথম লেগের ম্যাচে মাঠে নেমেছিল ইউরোপের বিভিন্ন দেশের ক্লাব। সেখানে সহজ জয় দিয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছে ইংল্যান্ডের আর্সেনাল ও স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ। এ্যাওয়ে ম্যাচে আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে সুইডেনের ক্লাব অস্টারস্যান্ডকে। প্রতিপক্ষের মাঠে এ্যাটলেটিকো মাদ্রিদ ৪-১ গোলে হারিয়েছে ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনকে। প্রায় সব ফেবারিটরাই জয় পেয়েছে। তবে প্রায় সমশক্তির দুই দল ইতালির নেপোলি ও জার্মানির লাইপজিগের মধ্যকার ম্যাচে জার্মান ক্লাব জিতেছে ৩-১ গোলে। তাও আবার নেপোলির নেপলসের সান পাওলো স্টেডিয়ামে। প্রতিপক্ষের মাঠে দারুণ এই জয়ে লাইপজিগের প্রিকোয়ার্টার অনেকটাই নিশ্চিত। তেমনি বাদ পড়া সময়ের ব্যাপার দিয়াগো ম্যারাডোনার সাবেক ক্লাবের। ইংলিশ প্রিমিয়ার লীগে চলতি মৌসুমে খুব একটা ভাল অবস্থানে নেই আর্সেনাল। বর্তমানে তাদের অবস্থান পয়েন্ট তালিকায় বর্তমানে ছয়ে। যে কারণে আগামী মৌসুমেও চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিয়ে সংশয় আছে গানার্সদের। তবে এবার ইউরোপা লীগে ভালভাবেই এগিয়ে চলেছে তারা। অস্টারল্যান্ডের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে আর্সেনাল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় দলটি। ডানদিক থেকে এ্যালেক্স ওবির শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল সহজেই জালে জড়ান নাচো মনোরেল। ম্যাচের ২৪ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় দলটির। মিখটিরিয়ানের শট ক্লিয়ার করতে গিয়ে বল জালে জড়ান স্বাগতিক দলের সোটিরিস। বিরতি থেকে ফিরে ব্যবধান ৩-০ করেন মেসুত ওজিল। ম্যাচের ৫৮ মিনিটে ডানদিক থেকে মিখটিরিয়ানের বাড়ানো বল জালে জড়ান জার্মান এই তারকা। বাকি সময় আর গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। তিনি বলেন, ছেলেরা যা খেলেছে তাতে আমি খুশি। আশা করছি ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আরেক ম্যাচে কোপেনহেগেনকে ৪-১ গোলে হারিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। এ্যাটলেটিকোর হয়ে গোল করেন সাউল নিগুয়েজ, কেভিন গামেইরো, এ্যান্টোনিও গ্রিজম্যান ও ভিটোলো। দারুণ এই জয়ে উচ্ছ্বসিত এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে। তিনি বলেন, আমি খুশি এই পারফর্মেন্সে। প্রতিপক্ষের মাঠে এমন জয় সহজ না। সবাই দলগতভাবে যা খেলেছে তাতে আমরা আরও অনেকদূর যাওয়ার আশা করছি।
×