ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ আছে আগের জায়গাতেই

প্রকাশিত: ০৬:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ আছে আগের জায়গাতেই

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন মাঠে নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সময়ের হিসেবে ১৭ মাস। ফলে সেটার নেতিবাচক প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়েও। বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ আছে আগের জায়গাতেই, ১৯৭ নম্বরে। তবে দক্ষিণ এশিয়ান অঞ্চলে পরিবর্তন আসেনি কোন দলের অবস্থানে। ৩৩৩ পয়েন্ট নিয়ে ১০২-এ ভারত। ১৭৬ পয়েন্ট নিয়ে ১৫০তম মালদ্বীপ। ১৬৫তম স্থানে নেপাল। ভুটান আছে ১৮৮তে। আর দক্ষিণ এশিয়ার শেষ দুই দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান। তাদের অবস্থান যথাক্রমে ২০০ ও ২০৩-এ। এদিকে শীর্ষ দশে কোন পরিবর্তন আসেনি। সবার ওপরে আছে জার্মানি। দ্বিতীয় স্থানে ব্রাজিল। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল। চতুর্থ থেকে দশম অবস্থানে আছে যথাক্রমে আর্জেন্টিনা, বেলজিয়াম, স্পেন, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স এবং চিলি। এশিয়ার সেরা দলে আছে যথাক্রমে ইরান (ফিফা র‌্যাঙ্কিং ৩৩), অস্ট্রেলিয়া (৩৬), জাপান (৫৫), দক্ষিণ কোরিয়া (৫৮), সৌদি আরব (৬৪), চীন (৬৮), উজবেকিস্তান (৭২), প্যালেস্টাইন (৭৩), সিরিয়া (৭৬) এবং সংযুক্ত আরব আমিরাত (৭৮)। মহিলা বিভাগে বাংলাদেশ আছে ১০০ নম্বরে। তারা উন্নতি করেছে ছয় ধাপ। দক্ষিণ এশিয়া অঞ্চলে শীর্ষে আছে ভারত (ত্রয়োদশ, বিশ্বের ৫৭তম)। এরপর দ্বিতীয় স্থানে নেপাল (২২তম, বিশ্বে ৯১)। তারপরই বাংলাদেশ (২৩তম)। এরপরে আছে শ্রীলঙ্কা (২৩তম, বিশ্বে ১০১), মালদ্বীপ (২৪তম, বিশ্বে ১০২) এবং ভুটান (২৭তম, বিশ্বে ১১৪)।
×