ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক ম্যাচে এত রেকর্ড!

প্রকাশিত: ০৬:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

এক ম্যাচে এত রেকর্ড!

স্পোর্টস রিপোর্টার ॥ ট্রান্স-তাসমান টি২০ সিরিজের শুক্রবার নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে রেকর্ড বইয়ের অনেক কিছুই ওলট-পালট হয়ে গেছে- ২৪৫/৫: টি২০ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। টি২০তে সবচেয়ে বেশি রান টপকে জয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড এটি। ১৩.০০ : নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার রান রেট ছিল ১৩.০০। টি২০তে যা যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ। ৩২ ছক্কা : দু’দল মিলে ম্যাচে যৌথভাবে আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ৪৮৮ রান : ম্যাচের দুই দলের মোট সংগ্রহ ৪৮৮ রান। টি২০ ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। ৬৪ : নিউজিল্যান্ড বোলার বেন হুইলার ৩.১ ওভার বোলিং করে রান দিয়েছেন ৬৪। আন্তর্জাতিক টি২০তে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড। ২০.২১ : ঘরের মাঠ এইডেন পার্কে স্বাগতিক বোলার বেন হুইলারের বোলিং ইকোনমি রেট ছিল ২০.২১। যা টি২০তে চতুর্থ বাজে বোলিংয়ের রেকর্ড। ১৮ : অস্ট্রেলিয়া ইনিংসের সময় নিউজিল্যান্ড বোলাররা ওয়াইড দিয়েছেন মোট ১৮টি। আন্তর্জাতিক টি২০তে যা চতুর্থ বাজে। ২৬ : ম্যাচে দুই দলের মোট ওয়াইড ২৬টি। টি২০তে যা তৃতীয় সর্বোচ্চ। ২৪৩/৬ : নিজেদের মাঠে এটাই নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় ইনিংস।
×