ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০ সিরিজও খেলা হলো না সাকিবের

প্রকাশিত: ০৬:২১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 টি২০ সিরিজও  খেলা হলো না সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম টি২০ ম্যাচের জন্য ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচকরা তাতে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু তখনও খেলার জন্য পুরোপুরি ফিট হননি ইনজুরি আক্রান্ত সাকিব। অথচ তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হয়েছিল। শেষ পর্যন্ত সাকিবের পরিবর্তে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে দলে টানা হয় এবং অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে দায়িত্ব দেয়া হয়। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচের দলে সাকিব নেই, এছাড়া আগের দলটিই অপরিবর্তিত রয়েছে। শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি২০ অনুষ্ঠিত হবে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করার সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে আঘাত পান সাকিব। এরপর সেই ম্যাচে ব্যাটিংও করতে পারেননি, হাসপাতালে নিয়ে সেলাই দিতে হয় তার আঙ্গুলে। গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সেলাই খুলে দিলেও আঙ্গুলের আড়ষ্টতা কাটেনি তার। এরপরও সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচের জন্য ঘোষিত দলে সাকিবকে অধিনায়ক করেই দল ঘোষণা করে বিসিবি নির্বাচকরা। পরে সাকিবও জানান তার পক্ষে খেলা সম্ভব নয়। শেষ পর্যন্ত এ বিশ্বসেরা অলরাউন্ডারের পরিবর্তে বাঁহাতি স্পিনার নাজমুল অপুকে দলে টানা হয়। সবমিলিয়ে টি২০ দলে নতুন মুখের সংখ্যা দাঁড়ায় ৬ জন। মাহমুদুল্লাহ পান প্রথমবারের মতো টি২০ দলের নেতৃত্ব। তার অধিনায়কত্বের শুরুটাই ছিল বেশ চ্যালেঞ্জিং। কারণ আগের টি২০ দল থেকে মোট ৭ ক্রিকেটার বাদ পড়েন এবং নতুন করে যোগ হন অফস্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান, অলরাউন্ডার আরিফুল হক, পেসার আবু জায়েদ রাহী ও অলরাউন্ডার মেহেদী হাসানকে দলে টানা হয়। পরে অপুও যোগ হন। বৃহস্পতিবার প্রথম ম্যাচে অভিষেক হয় চার ক্রিকেটার জাকির, আফিফ, আরিফুল ও অপুর। তবে অপু বোলিংয়ে বেশ ঝলক দেখিয়ে তার অভিনব ‘¯েœক ডান্স’ করতে পারলেও বাকি তিনজনই ছিলেন ম্লান। এরপরও দ্বিতীয় টি২০ দলে কোন পরিবর্তন আনা হয়নি। প্রথম ম্যাচের আগেই ইনজুরিতে পড়েন তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। তাদের খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হওয়াতে উইকেটরক্ষক ওপেনার মোহাম্মদ মিঠুনকে দলে টানা হয় শেষ মুহূর্তে বিকল্প হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত মুশফিক খেলেছেন। তামিম না খেললেও মিঠুনকে খেলানো হয়নি। সৌম্য সরকারের সঙ্গে ইনিংসের উদ্বোধন করেন তরুণ জাকির। সেই জাকির মাত্র ১০ রান করতে পেরেছেন। তবে দ্বিতীয় টি২০ দলে তামিমকে রাখা হয়েছে। এ কারণে মিঠুন আর স্কোয়াডে জায়গা পাননি। আফিফ ০ রানে আউট হন আর আরিফুল অনেক পরে নেমে ১ বল খেলার সুযোগ পেয়ে ১ রানে অপরাজিত থাকেন। তবে বোলাররা ব্যর্থ হয়েছেন প্রথম ম্যাচে। কিন্তু ঝলক দেখিয়েছেন অভিষিক্ত অপু। তিনি ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। অভিষেক হওয়া চার ক্রিকেটারের মধ্যে অপুই আলো ছড়িয়েছেন দলের পরাজয়ের ম্যাচে। অপরিবর্তিত দলে শুধু সাকিব নেই, টেস্ট সিরিজের পর টি২০ সিরিজও খেলা হলো না বিশ্বসেরা এ অলরাউন্ডারের। দ্বিতীয় টি২০তে বাংলাদেশ দল ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।
×