ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রবিউল হুসাইন-এর ছড়া

প্রকাশিত: ০৬:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

রবিউল হুসাইন-এর ছড়া

বাংলা ভাষার দেশ আমাদের গরুগুলো আকাশে ওড়ে আমাদের পাখিগুলো সাইকেলে চড়ে আমাদের গাছগুলো শুয়ে আছে মাঠে আমাদের নদীগুলো সোজা হয়ে হাঁটে আমাদের ফুলগুলো ফোটে না তো ভুলে আমাদের মৌরিগুলো না পায় মধু ফুলে আমাদের সাপগুলো নির্বিষ এখন আমাদের ব্যাঙগুলো ডাকে না এমন আমাদের বাঘগুলো সুন্দরবনে নাই আমাদের কুমিরগুলো নদীতে কোথায় আমাদের হরিণগুলো শিং বাদে চলে আমাদের ইলিশগুলো ডিম ছাড়া জলে আমাদের আকাশগুলো বজ্রপাতে লীন আমাদের মানুষগুলো দূরদৃষ্টিহীন আমাদের দুঃখগুলো পাহাড় হিমালয় আমাদের সুখগুলো অতি অসুখময় আমাদের মনগুলো হিংসা-দ্বেষে ভরা আমাদের স্বপ্নগুলো দুঃস্বপ্নে গড়া আমাদের যুবাগুলো তবু করবে জয় আমাদের কিশোরগুলো নিত্য নির্ভয় আমাদের শিশুগুলো তাই হাসে অনিঃশেষ সবার সঙ্গে গড়বো স্বাধীন বাংলা ভাষার দেশ . ছড়ার ভিতর ছড়িয়ে আকাশ কতকাল লিখি না ছড়া কিছুই তাই অধরা কিছুই এখন ভাল্লাগে না দূরে দোলে ছড়ার দোলনা সেই দোলনায় দোদুল দুলে লিখলো ছড়া মনটি খুলে ইচ্ছা আজ খুবই আমার ছড়ার দোলনায় দুলে আবার দুলবো ঠিক মনে ছন্দে মিলবো শব্দ খুব আনন্দে পঙ্ক্তি তখন অন্তর্মিলে প্রাণটি পেয়ে সুকৌশলে সারি সারি মিলে মিশে ছড়ার সুখে ভালোবেসে এমনি করেই ধীরে ধীরে মনের মাঝে অন্তঃপুরে সবার কথা করবো প্রকাশ ছড়ার ভিতর ছড়িয়ে আকাশ . বই-বন্ধুর অটুট বাঁধন মাঠে যেমন ফলে ফসল গাছে যেমন ধরে ফল তেমনি বই জ্ঞানের শস্য মনের জমি চির রহস্য বইয়ের ভিতর বিশ্ব অপার অবিশ্বাস্য আলো আঁধার সাজানো সব থরে থরে পাঠাগারে জ্ঞানের ঘরে আমার দেশের শিশু কিশোর বই পড়তে এমন বিভোর তাইতো তারা ঝাঁপিয়ে পড়ে আকুল হয়ে জ্ঞান-পুকুরে এমনি করেই জানার সীমা বৃদ্ধি পাবে জ্ঞান-গরিমা চিরঞ্জীব হোক অমূল্য ধন বই-বন্ধুর অটুট বাঁধন
×