ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রশ্নপত্র ফাঁস রোধে উদ্ভাবনী প্রস্তাবনা

প্রকাশিত: ০৬:০১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

প্রশ্নপত্র ফাঁস রোধে  উদ্ভাবনী প্রস্তাবনা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস একটি অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি করে। বর্তমানে দেশব্যাপী প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মহামারি আকার ধারণ করেছে। এই সমস্যার সমাধানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না হওয়া, পরীক্ষার দিন জেলা কিংবা উপজেলায় প্রশ্ন ছেপে কেন্দ্রে সরবরাহের জটিলতা ও অনিশ্চিয়তার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সকলের সুবিবেচনা, আলোচনা, পর্যালোচনার জন্য একটি উদ্ভাবনী প্রস্তাবনা দিয়েছেন যুগ্মসচিব ড. গাজী মোঃ সাইফুজ্জামান। বর্তমানে ড. গাজী শিল্পকলা একাডেমির পরিচালক (যুগ্মসচিব) পদে পদোন্নতি পেয়ে সেখানেই কর্মরত। প্রশ্নপত্র ফাঁসরোধে প্রস্তাবনা ॥ প্রতিবছরের প্রথম দিবসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া সরকারের একটি যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ। একইভাবে প্রতিবছর পরীক্ষার ছয় মাস পূর্বে পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীর হাতে প্রতিটি বিষয়ের ১০০টি সেট প্রশ্ন সংবলিত একটি করে ‘প্রশ্নগ্রন্থ’ তুলে দেয়া যেতে পারে। ওই প্রশ্নগ্রন্থে সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাসের সকল বিষয় অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষার্থীগণ তখনও জানতে পারবে না ১ থেকে ১০০ ক্রমিকের কোন্ সেটে পরীক্ষা হবে। পরীক্ষার দিন সকলেই ১০০ সেটের ‘প্রশ্নগ্রন্থ’ নিয়ে পরীক্ষার কক্ষে বসবে। তাদের আলাদা কোন প্রশ্নপত্র দেয়া হবে না। পরীক্ষা কেন্দ্র সচিবের নিকট মোবাইল ফোনের এসএমএস আসবে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কিংবা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে। সেই বার্তায় ১ থেকে ১০০ ক্রমিকের যে কোন একটি নম্বর উল্লেখ করা থাকবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, পদার্থ বিজ্ঞান পরীক্ষায় এসএমএস এলো ‘পদার্থ ৭১’। তখন কেন্দ্র সচিব সকল কক্ষে জানিয়ে দেবেন আজ প্রশ্নগ্রন্থের ৭১নং সেটে পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা নিজের হাতে থাকা প্রশ্নগ্রন্থের ৭১ নম্বর সেটে লিখিত প্রশ্ন দেখে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই পদ্ধতির সুবিধাসমূহ ॥ প্রশ্নফাঁসের কোন ঝুঁকি নেই, প্রশ্নপত্র পরিবহনের জটিলতা ও ব্যয় নেই, প্রশ্নগ্রন্থের সকল সেটেরই প্রস্তুতি নিতে গিয়ে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাবে, প্রশ্নগ্রন্থ নির্ভর প্রস্তুতি নেয়ার নিজস্ব সুযোগ থাকায় কোচিং ও প্রাইভেট টিউশনি প্রবণতা হ্রাস পাবে, পাবলিক পরীক্ষা ব্যবস্থাপনা সহজ হবে, জাতির মেধা বিকাশ ত্বরান্বিত হবে।
×