ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বি.বাড়িয়া-১ আসনের উপ-নির্বাচনে ৩ মনোনয়ন বৈধ

প্রকাশিত: ০৬:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বি.বাড়িয়া-১ আসনের উপ-নির্বাচনে ৩ মনোনয়ন বৈধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ উপ-নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দাখিলকৃত তিন জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনে সহকারী রিটার্নি কর্মকর্তা মোঃ শফিকুর রহমান। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা এ.কে. এম আশরাফুল হক উপস্থিত ছিলেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি তিন জনই মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনে সহকারী রিটার্নি কর্মকর্তা মোঃ শফিকুর রহমান জানান, উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৪ ফেব্রুয়ারি বুধবার। এ সময় তিন জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাইয়ের শেষ দিনে তিন জন প্রার্থীই তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। এ সময় তাদের দেয়া সকল তথ্য-উপাত্ত সঠিক থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আগামী ২৩ ফেব্রুয়ারি শুক্রবার।
×