ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ওমর ফারুক বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব শেখ হাসিনা

প্রকাশিত: ০৬:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বগুড়ায় ওমর ফারুক  বিশ্বের সবচেয়ে  আলোচিত ব্যক্তিত্ব শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব এবং সরকারপ্রধান শেখ হাসিনা। কারণ তিনি সৎ, কর্মঠ সরকারপ্রধান, বিশ্বে মানবতার নেতা (মাদার অব হিউম্যানিটি), মানবতার জননী। নির্যাতিত, নিঃস্ব রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। ’৭১ সালে ভারতের মহান নেত্রী ইন্দিরা গান্ধী নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে বিশ্ব নন্দিত হয়েছিলেন। তেমনি রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সাহসী ও ঐতিহাসিক অবস্থান নেয়ায় তিনি বিশ্বে মানবতার নেতা, মানবতার জননী, মানবদরদী। জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনার সময় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আর চাল আমদানি করতে হয় না, বিদেশে খাদ্য রফতানি করছে সরকার। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে এগিয়েছে দেশ। তিনি শুক্রবার দুপুরে শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ হারুনুর রশীদ। জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।
×