ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেরল থলের বেড়াল

প্রকাশিত: ০৫:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বেরল থলের বেড়াল

অভিযোগ ছিল যে পণের জন্য স্ত্রীর ওপর অত্যাচার করছে স্বামী। ভারতের নানা থানায় এ ধরনের অভিযোগ প্রায়ই জমা পড়ে। অত্যাচারী স্বামী বা শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে যায়। এক্ষেত্রেও সেই অত্যাচারী স্বামী পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে কৃষ্ণ সেন নামের সেই স্বামী গ্রেফতার হন শৈলশহর নৈনিতালের কাছে কাঠগোদাম এলাকা থেকে। পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে এসেছিল সেই স্বামীকে। চলছিল জিজ্ঞাসাবাদ। তখনই ঝুলি থেকে থলের বেড়াল বেরিয়ে এলো। নৈনিতালের সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট জন্মেজয় খান্ডুরি বলেন, আমরা তো পণের জন্য স্ত্রীর ওপর অত্যাচার চালানোর অভিযোগে গ্রেফতার করেছিলাম কৃষ্ণ সেন নামের এক পুরুষকে। জিজ্ঞাসাবাদ করার সময়ে সন্দেহ হয় যে গ্রেফতার হওয়া কৃষ্ণ সেন আদৌ পুরুষ তো? জেরার মুখে স্বীকার করে যে সে আসলে নারী। এরপরে নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারী পরীক্ষা হয়। সেখানেও প্রমাণিত হয়েছে যে সেই অত্যাচারী স্বামী কৃষ্ণ সেন আসলে একজন নারী। তার আসল নাম সুইটি সেন। বাড়ি পার্শ্ববর্তী উত্তরপ্রদেশের বিজনৌর এলাকায়। তার চুল আর পোশাক-আশাক দেখে যে কেউই মনে করবেন যে তিনি নারী নন, পুরুষ। এতটা জানার পরে পুলিশ যখন আরও তদন্ত শুরু করে, তখন জানা যায় সুইটি সেন নামে ওই নারী একজনকেই বিয়ে করে পণের জন্য অত্যাচার চালাচ্ছিলেন তা নয়। আগেও একটা বিয়ে করেছেন ওই নারী। খান্ডুরি আরও বলেন, ফেসবুকে পুরুষের পোশাক পরে একটি প্রোফাইল তৈরি করেছিলেন ধৃত ব্যক্তি। তা দিয়েই ২০১৩ সাল থেকে কয়েকজন নারীর সঙ্গে আলাপ জমান। পরের বছরই নৈনিতালের একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা এবং শেষে তাকে বিয়ে করেন সুইটি। সেই বিয়ের কথা লুকিয়ে ২০১৬ সালে আবারও সুইটি নিজের জালে ফাঁসান আরেক নারীকে। দুই স্ত্রীর কাউকেই নিজের শরীর নাকি দেখাতেন না পুরুষরূপী নারী সুইটি সেন। তবে এক স্ত্রী ধরে ফেলেছিলেন কৃষ্ণ সেন যে আসলে একজন নারী। অভিযোগ, সেই স্ত্রীর মুখ টাকার লোভ দেখিয়ে বন্ধ করে রেখেছিলেন সুইটি। গতবছর প্রথম স্ত্রী অভিযোগ করেন যে তার স্বামী পণের জন্য অত্যাচার করছেন। সেই অভিযোগের তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার করে কৃষ্ণ সেনকে। পুলিশ বলছে, প্রথমে তো স্বামীর বিরুদ্ধে পণের জন্য অত্যাচারেরই মামলা দায়ের হয়েছিল। কিন্তু এখানে তো স্বামীই নেই কেউ। তাই নতুন করে জালিয়াতির মামলা দায়ের হয়েছে পুরুষরূপী নারী সুইটি, ওরফে কৃষ্ণ সেনের বিরুদ্ধে। আদালত ওই নারীকে জেলে পাঠিয়েছে। বিবিসি অবলম্বনে।
×