ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ষোলশহরে চেকপোস্টে সন্ত্রাসীর হাতে এএসআই গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

   ষোলশহরে চেকপোস্টে  সন্ত্রাসীর হাতে  এএসআই গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক সদস্য। গুলিবিদ্ধ আবদুল মালেক (৩৮) সিএমপির পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। পাঁচলাইশ থানা সূত্র জানায়, ষোলশহর দুই নম্বর গেট এলাকায় চেকপোস্টে তল্লাশির দায়িত্ব পালন করছিলেন এএসআই আবদুল মালেক। মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা আচমকা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে এ পুলিশ সদস্যের হাঁটুর ওপরে এক রাউন্ড গুলি লাগে। এটি পিস্তলের গুলি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতাবস্থায় এএসআই মালেককে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। সংঘবদ্ধ ছিনতাইকারীরা চেকপোস্টে তল্লাশির মুখে পড়ায় পুলিশকে লক্ষ্য করে এ হামলা চালিয়ে থাকতে পারে। আটক একজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
×