ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাই বাংলাদেশ ॥ মির্জা আজম

প্রকাশিত: ০৫:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

শেখ হাসিনাই বাংলাদেশ ॥ মির্জা আজম

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৬ ফেব্রুয়ারি ॥ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আগে এই বাংলাদেশ ছিল ভিক্ষুকের দেশ। ভিক্ষা করে এনে বাংলাদেশের বাজেট তৈরি করতাম। এতে বাংলাদেশের ইজ্জত থাকত না। এখন বিদেশে যখন দুর্যোগ, খরা, ভূমিকম্প হয়, বাংলাদেশ সরকার কিন্তু সহায়তা পাঠায়। পদ্মাসেতু করতে গিয়ে বিশ্বব্যাংক অন্যায় শর্ত দেয়। দুর্নীতির অভিযোগ তোলে। পরে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে ২২ হাজার কোটি টাকায় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করছেন। আমরা বিশ্ববাসীর কাছে সম্মানিত হচ্ছি। নয় বছরের মধ্যে বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিশ্বের কাছে আজকে বাংলাদেশ হচ্ছে উন্নয়নের রোল মডেল। প্রতিমন্ত্রী মির্জা আজম শুক্রবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চান, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা ও সহসভাপতি অরুণ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু, কইড়চড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হক প্রমুখ। প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে কারা ক্ষমতায় যাবে। ‘তারেক চোর’ হবেন প্রধানমন্ত্রী। টাকা চুরির দুই মামলায় তারেক রহমানের ১৮ বছরের জেল হয়েছে। আর এতিমদের টাকা চুরির দায়ে খালেদা জিয়ার পাঁচ বছরের জেল হয়েছে। একাত্তরে যারা মানুষ হত্যা, ধর্ষণ করেছে সেই গোলাম আজমদের আশ্রয় প্রশ্রয়কারী হলেন জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়া। তাদেরকে তারা মোটাতাজা করেছেন। শেখ হাসিনা একাত্তরের ওই রাজাকার আল-বদরদের বিচার করেছেন। তাদের ফাঁসি হয়েছে। আজ ৩০ লাখ মানুষের আত্মা শেখ হাসিনার জন্য দোয়া করছে। প্রতিমন্ত্রী বলেন, আট বছর আগে শেখ হাসিনা বিদেশ গেলে উন্নত দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি উন্নয়নের জন্য হাত পাততেন। ২০টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করার জন্য আবেদন করতেন। তাদের সঙ্গে দেখা করতে লবিস্ট নিয়োগ করতে হতো। দালাল নিয়োগ করতে হতো। দালালদের টাকা দিতে হতো। হয়তো মাত্র একজন রাষ্ট্রপতির সঙ্গে পাঁচ মিনিটের একটা বৈঠক করার সুযোগ পেতেন। বর্তমানে সেই চিত্র পাল্টে গেছে। আজকে শেখ হাসিনা বিদেশ গেলে সেই উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা শেখ হাসিনার সঙ্গেই সাক্ষাত করতে চায়। শেখ হাসিনা পাঁচজনের সঙ্গে সাক্ষাত করেন। আর ১৫জনকেই বলে দেন সময় নেই। এখন তাদেরকেই সময় চেয়ে দেখা করতে হয় শেখ হাসিনার সঙ্গে। এর কারণ কী? এর কারণ হলো শেখ হাসিনাই হলো বাংলাদেশ। বাংলাদেশ মানেই হলো উন্নয়নের রোল মডেল। সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। আজকে শেখ হাসিনার কারণেই বাংলাদেশের মানুষেরা আজ সারা বিশে^র কাছে সম্মানটুকু পাচ্ছি। আমরা ইজ্জত পাচ্ছি। মির্জা আজম আরও বলেন, শেখ হাসিনার নয় বছরের শাসনামলে কত অর্জন তা বলে শেষ করা যাবে না। বছরের পহেলা জানুয়ারি প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে বিনামূল্যে বই দেয়া। ১ কোটি ৩০ লাখ মায়ের কাছে এসএমএস-এর মাধ্যমে মুঠোফোনে উপবৃত্তির টাকা যায়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধীদের জন্য ভাতা দেয়া হয়। তাদের জন্য শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করছেন। যাদের বাড়ি নেই। তাদেরকে আশ্রয়ন প্রকল্প দিয়ে গুচ্ছগ্রাম করে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। শেখ হাসিনার কারণে আজকে দেশের দরিদ্র মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, শেখ হাসিনা ভারত এবং মায়ানমারের বিরুদ্ধে মামলা করে ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সাগর উদ্ধার করেছেন। এটা আরেকটা সোনার বাংলাদেশ। এর নিচে সোনাদানা, তেল, গ্যাস প্রচুর সম্পদ আছে। শেখ হাসিনা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। অথচ একটি মানুষের জীবনও দিতে হয়নি। একটা মানুষের ইজ্জতও যায়নি। শেখ হাসিনা এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করবেন। শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হলে, রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আবার বসাতে হবে। এ জন্য তিনি জামালপুরের পাঁচটি আসনেই সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
×