ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছাগলনাইয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, ৩ পুলিশ আহত

প্রকাশিত: ০৫:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 ছাগলনাইয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, ৩ পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা, ফেনী ১৬ ফেব্রুয়ারি ॥ ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ব্রিজ এলাকায় বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোঃ সোহরাব হোসেন সৌরভ (৩০) নামের একজন নিহত হয়েছে এবং ৩ জন পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বন্দুক, ৪টি কার্তুজ, ১টি ধারালো ছেনি ও ৩টি ধারালো কিরিচ উদ্ধার করেছে। পুলিশ জানায়, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠাননগর গ্রামের হাজী মমিন ভূঞা বাড়ির মোঃ আমিনের পুত্র মোঃ সোহরাব হোসেন সৌরভকে বৃহস্পতিবার পুলিশ আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র এবং তার পলাতক সঙ্গীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার ও আসামী গ্রেফতারের লক্ষ্যে গভীর রাতে আসামী সৌরভসহ পুলিশের একটি দল শুভপুর ব্রিজের পাশে পৌঁছলে সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশ-ডাকাত বন্ধুকযুদ্ধ চলাকালে ডাকাত সৌরভ দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়। ডাকাতদের গুলিতে পুলিশ কনস্টেবল মাইন উদ্দিন, লিটন চাকমা ও খোরশেদ আলম আহত হয়। আহত অবস্থায় সৌরভকে আটক করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গোলাম জিলানী জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বন্দুক, ৪টি কার্তুজ, ১টি ধারালো ছেনি ও ৩টি ধারালো কিরিচ উদ্ধার করেছে। এ বিষয়ে এসআই হারুন রশিদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত মোঃ সোহরাব হোসেন সৌরভের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।
×