ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভ্যালেন্টাইন ডে’র আঁচ সৌদিতেও!

প্রকাশিত: ০৫:১০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

ভ্যালেন্টাইন ডে’র আঁচ সৌদিতেও!

বিডি নিউজ ॥ সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের পদক্ষেপে যে পরিবর্তনের ঢেউ লেগেছে সৌদি আরবে, তাতে ভ্যালেন্টাইন্স ডে উদ্যাপনের হিড়িকও দেখা গেছে রক্ষণশীল এই দেশটিতে। এ বছর ভ্যালেন্টাইন্স ডে’তে সৌদি আরবে ফুলও বিক্রি হয়েছে বেশ। সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে পালন নিষিদ্ধ হলেও গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে’তে বিশ্বের অন্য দেশগুলোর মতো রিয়াদ ও জেদ্দায় উদ্যাপন করতে দেখা গেছে তরুণ-তরুণীদের। মক্কার সাবেক ধর্মীয় পুলিশ প্রধান আহমেদ কাসিম আল গামদি বলেছেন, তারা ভ্যালেন্টাইন্স ডে উদ্যাপনের পক্ষে। যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচীর অংশ হিসেবে ‘ধর্মীয় পুলিশের’ (মতোয়া) ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে। এখন পুলিশ ধর্মীয় অনাচারের জন্য নাগরিকদের সরাসরি গ্রেফতার করতে পারবে না তারা। রিয়াদ ও জেদ্দায় প্রশাসনের কোন বাধা ছাড়াই ফুল বিক্রি হতে দেখা যায়, যা আগের বছর দেখা যায়নি। জানা গেছে, এ দিন তরুণ-তরুণীরা শহর থেকে দূরে সাগর সৈকত, বিভিন্ন বিপণি বিতানে গিয়ে সময় কাটায়। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়াকে দেয়া সাক্ষাতকারে মক্কা নগরীর সাবেক ধর্মীয় পুলিশ প্রধান আহমেদ কাসিম আল গামদি বলেন,‘ভ্যালেন্টাইন্স ডে’র সঙ্গে ধর্মের কোন সম্পর্ক বা বিরোধ নেই। এটা হারাম কিছু নয়।’ আহমেদ আল কাসিম নামে এক সৌদি আরবনিউজকে বলেন,‘ভালবাসা মানুষের সহজাত অনুভূতি। আর তার উদ্যাপন অমুসিলমদের মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবে।’ চলতি বছর ধরে পরিবর্তনের যে হাওয়া সৌদি আরবে বইছে, এটা তারই দৃষ্টান্ত হিসেবে দেখছেন সবাই।
×