ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা চট্টগ্রাম পটুয়াখালী

অগ্নিকান্ডে একজনের মৃত্যু, সাবমেরিন ব্যাকহোল লাইন ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০৫:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

অগ্নিকান্ডে একজনের মৃত্যু, সাবমেরিন ব্যাকহোল লাইন ক্ষতিগ্রস্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ তিনটি পৃথক অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং তিনজন দগ্ধ হয়েছে। আগুনের তিনটি ঘটনায় ৬০টির বেশি দোকান ও ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এরমধ্যে ঢাকার কেরানীগঞ্জে কুরিয়ার সার্ভিসের গোডাউনে, চট্টগ্রামের সিটি গেট এলাকায় ফার্নিচার মার্কেটে এবং পটুয়াখালীর কলাপাড়ায় সাবমেরিন ক্যাবল ঢাকা-কুয়াকাটা ব্যাকহোল লাইনে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে গেছে।-খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার জানা গেছে, কেরানীগঞ্জের জননী কুরিয়ার সার্ভিসের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মারা গেছে কুরিয়ার সার্ভিসের কর্মচারী বাবু (২৬)। এ ঘটনায় দগ্ধ হয়েছেন কুরিয়ার সার্ভিসের সহকারী ম্যানেজার মোস্তাফিজুর রহমান (৪২), সুপার ভাইজার রফিকুল ইসলাম (২৮) ও কর্মচারী বকুল মিয়া। বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক সাবস্টেশনের ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে কুরিয়ার সার্ভিসের গোডাউনে রাখা মালপত্রে আগুন ধরে এ হতাহতের ঘটনা ঘটে। জননী কুরিয়ার সার্ভিসের ম্যানেজার (অপারেশন) কামরুজ্জামান মিঠু জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোডাউনের পাশে বৈদ্যুতিক সাবস্টেশনের ট্রান্সফরমারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় গোডাউনে পণ্য লোডিংয়ের কাজ চলছিল। কিছু বুঝে উঠার আগেই সেখানে রাখা মালামালে আগুন ধরে যায়। এতে বাবু নামে এক কর্মচারী ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। এছাড়াও সহকারী ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সুপার ভাইজার রফিকুল ইসলাম ও কর্মচারী বকুল মিয়া আহত হয়েছেন। সহকারী ম্যানেজার ও সুপারভাইজারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বকুল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সদরঘাট ফায়ার সার্ভিসের ফোরম্যান মোঃ মোবারক হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কী পরিমাণ মালামালের ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা যায়নি। দক্ষিন কেরানীগঞ্জ থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় এক অগ্নিকান্ডে ফার্নিচারের শোরুম ও কারখানাসহ অন্তত অর্ধশত স্থাপনা ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সেখানে একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের শোরুমগুলোতে। খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, নন্দনকানন, বন্দর ও সীতাকুন্ডের কুমিরা স্টেশন থেকে ১৯টি গাড়ি দ্রুত অকুস্থলে ছুটে যায়। প্রায় দুইঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। পুড়ে যাওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ৮টি কারখানা, ৩০টি শোরুম এবং সংলগ্ন বেশকিছু ঘর। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন, ক্ষতির পরিমাণ ব্যাপক। কলাপাড়া, পটুয়াখালী ॥ পৌরশহরের হাসপাতালের সামনে সড়ক ও জনপথ দখল করে শেখ কামাল সেতুর নিচে তোলা অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে শেখ কামাল সেতুর নিচের দিকের গার্ডারের পলেস্তরা ফোসকার মতো খসে গেছে। পুড়ে গলে গেছে সেতুর দুই পাশ দিয়ে টানা সাবমেরিন কেবল লাইন (ব্যাকহোল) ঢাকা-কুয়াকাটা। শুক্রবার আনুমানিক বেলা দেড়টায় আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে কলাপাড়া ও আমতলী ফায়ার সার্ভিস দল ও স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া অধিকাংশ ফার্মেসি ও চায়ের দোকান। পুড়ে যাওয়া দোকানসহ সেতুর নিচে সড়কের ওপরে অন্তত একশ’ স্থাপনা সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদে কয়েক দফা নোটিশ দিলেও অজ্ঞাত কারণে উচ্ছেদ করা হয়নি। কুয়াকাটা থেকে কলাপাড়া পর্যন্ত মহাসড়কের সড়কের দুই পাশের স্থাপনা উচ্ছেদ করলেও সেতুর নিচে মূল সড়ক দখল করে তোলা এসব স্থাপনা অপসারণ করা হয়নি। একদিকে দোকানিরা নিঃস্ব হয়ে গেল। অপরদিকে জাতীয় স্থাপনা শেখ কামাল সেতুর ক্ষতির শঙ্কা করছেন স্থানীয়রা। সেই সঙ্গে সাবমেরিন ক্যাবল ব্যাকহোল লাইনের ক্ষতি হলো। তবে এক্ষেত্রে ইন্টারনেটের সংযোগের কোন ক্ষতি হবে না বলে নিশ্চিত হওয়া গেছে। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন জানান, ‘আগুনের কারণে সেতুর কোন ক্ষতি হবে কী না তা সরেজমিন পরিদর্শনে একটি টিম পাঠানো হয়েছে। এছাড়া শীঘ্রই সড়ক এবং সড়কের জমিতে তোলা সকল স্থাপনা অপসারণ করা হবে।’ সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ জামাল মাতুব্বর জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।
×