ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাত দিনব্যাপী চক্ষু ক্যাম্প

প্রকাশিত: ০৪:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

সাত দিনব্যাপী চক্ষু ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরাগাঁও, ১৬ ফেব্রুয়ারি ॥ শুক্রবার ঠাকুরগাঁওয়ে সাত দিনের চক্ষু ক্যাম্প শুরু হয়েছে।শুক্রবার সকালে আন্তর্জাতিক সেবাসংস্থা আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও সংস্থা পরিচালিত আল-নূর চক্ষু হাসপাতাল-ঢাকা’র উদ্যোগে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে এ ক্যাম্পের উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এসময় উপস্থিত ছিলেন, আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ অঞ্চলের মহাপরিচালক ড. আহমাদ তাহির আল-মিম্বারি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খায়রুল কবির, বালিয়াডাঙ্গী উপজেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ্যাড. আফাজুল হক।
×