ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল সহস্রাধিক শিক্ষার্থী

প্রকাশিত: ০৪:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল সহস্রাধিক শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বই পড়ার জন্য রাজশাহী মহানগরীর পঁয়ত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৪৪৬ স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের শিক্ষা বোর্ড মডেল স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে তাদের পুরস্কৃত করা হয়। স্কুল পর্যায়ের বইপড়া কার্যক্রমের আওতায় ২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের জন্য এই উৎসবের আয়োজন করা হয়। বই বিতরণী উৎসবে উপস্থিত ছিলেন উপমাহাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, রাজশাহী অঞ্চলের উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. রীনা রানী দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অলক মৈত্র, দু’বার এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশী এমএ মুহিত, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে প্রমুখ। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বইপড়া কার্যক্রম প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে নিজেকে বিকশিত করার মহা সুযোগ। তোমরা জানো, ভাষার ওপর ভিত্তি করেই আমাদের দেশ ও জাতির জন্ম হয়েছে। আমাদের সংস্কৃতি আমাদের মনে গভীরভাবে মিশে রয়েছে। একে উন্নত করার জন্য আমাদের অবশ্যই পাঠ্য বইয়ের বাইরে প্রচুর বই পড়তে হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে রাজশাহী মহানগরীর পুরস্কার বিতরণী উৎসবে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৪৪৬ শিক্ষার্থীর হাতে পুরস্কার দেয়া হয়। পুরস্কারের বইসহ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে গ্রামীণফোন লিমিটেড।
×