ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে বিতর্ক উৎসব

প্রকাশিত: ০৪:৪১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

যশোরে বিতর্ক  উৎসব

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবে মেতেছিল দেশের বিভিন্ন জেলার বিতার্কিকরা। ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুল মাঠে শুক্রবার দিনব্যাপী যুক্তিতর্কের সেই উৎসবে সংস্পর্শ পেয়েছিল দেশখ্যাত সেলিব্রিটি ও গুণীজনদের। তাদের মূল্যবান নির্দেশনায় আত্মপ্রত্যয়ী হয়ে প্রায় তিন হাজার শিক্ষার্থী যুক্তিতে দুনিয়া জয়ের স্বপ্ন বুনে বাড়ি ফিরেছে। সময়সূচী অনুযায়ী শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছিল গ্রান্ড র‌্যালি। ১০টায় শুরু হয় উদ্বোধন ও আলোচনা পর্ব। জেলা প্রশাসক আশরাফ উদ্দিন প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আনিসুর রহমান। অতিথিদের বক্তব্যের পর শুরু হয় পেশাজীবী বিতর্ক প্রতিযোগিতা। এতে যুক্তি ও মুক্তির গল্পে হাসি-আনন্দের রোল ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণে। ৮টি ভিন্ন পেশার মানুষ নিজের কর্মই সেরা দাবি করে যেসব যুক্তি দিচ্ছিলেন তা যেন কারও চেয়ে কেউ কম নয়।
×