ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় গৃহবধূকে পিটিয়ে হত্যা ॥ আটক চার

প্রকাশিত: ০৪:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 সাতক্ষীরায় গৃহবধূকে পিটিয়ে হত্যা ॥ আটক চার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ ৪জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের পারকুখরালি গ্রামে রাহাতুল্লাহ মিলে এই হত্যার ঘটনাটি ঘটে। নিহত সোনিয়া খাতুন (২৫) শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। আটকরা হলেন, সোনিয়ার স্বামী সাদ্দাম হোসেন, মিল মালিক সোহাগ হোসেন, সাদ্দাম হোসেনের প্রেমিকা নাজমা খাতুন ও সাদ্দামের মা। সাতক্ষীরা সদর সার্কেলের এএসপি মেরিনা আক্তার জানান, সাদ্দাম হোসেন ও তার স্ত্রী সোনিয়া খাতুন শহরের কুখরালি গ্রামে রাহাতুল্লাহর মিলে কর্মচারী হিসেবে কাজ করত। ঐ মিলে কাজ করত সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী নাজমা খাতুন। নাজমা খাতুনের স্বামী কাজ করে পাটকেলঘাটা ত্রিশ মাইল একটি কারখানায়। এর মধ্যে নাজমা খাতুন সাদ্দাম হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। শুক্রবার ভোরে সাদ্দাম তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে দেয়। তার মুখে গলায় ও পিঠে আঘাতের চিহ্ন আছে। . চাঁদপুরে তিন সন্তানের জননী নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি করতে বাধা প্রদান করায় মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে শ^াস রোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১১ টায় ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার দেইচর গ্রামে প্রবাসী ইউনুছ মিয়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে। বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম হারুন বলেন, উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নের দেইচর গ্রামের প্রবাসী ইউনুছ মিয়ার বসত ঘরের কলাপসিবল গেট ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল ঘরে প্রবেশ করে চুরির চেষ্টা করে। এ সময় ইউনুছ মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী মনোয়ারা তাদের বাধা প্রদান করলে তাকে শ^াস রোধ করে হত্যা করে ফেলে রেখে যায়। . বগুড়ার যুুবক স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নে কিরণ সরকার (২৮) নামে এক ব্যক্তি খুন হয়েছে। শুক্রবার সকালে একটি কলার ক্ষেতে তার লাশ পাওয়া যায়। মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।পুলিশ জানায়, দেউলি ইউনিয়নের লক্ষীকোলা দহপড়ার মোস্তাফা মুহুরীর ছেলে কিরণ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে বাড়ি ফিরেনি। সকালে বাড়ির নিকটবর্তী সাব্বিরজান এলাকার একটি কলাক্ষেতে তার লাশ পওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা নারী ঘটিত পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে। তার মাথায় ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
×