ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইস্টার্ন ভার্সিটি মুটিং টিমের সাফল্য

প্রকাশিত: ০৪:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

ইস্টার্ন ভার্সিটি মুটিং টিমের সাফল্য

ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশনে ইস্টার্ন ইউনিভার্সিটি মুটিং টিম দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের ২৫টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বিশ্বের সর্ববৃহৎ এবং অন্যতম মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ইউনিভার্সিটি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে প্রতিযোগিতার মূলপর্বে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে। চ্যাম্পিয়ন রাউন্ডে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ইস্টার্ন ইউনিভার্সিটি বিজয়ী হয়। আগামী ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রতিযোগিতার মূলপর্ব অনুষ্ঠিত হবে। এই সাফল্যে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট মূল পর্বে অংশগ্রহণের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটির মুটিং দলের যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ ব্যয় বহন করবে। ইস্টার্ন ইউনিভার্সিটি মুটিং দলের অংশগ্রহণকারী সদস্যরা হলেন ওয়ার্দি জামান, মুহাম্মাদ নাইমুর রহমান, সুবর্ণা দাশ এবং জুবাইদা সাকীন। দলের তত্ত্বাবধানে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এ বি এম ইমদাদুল হক খান।
×