ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাটি বিক্রির ধুম

ফেনীর ফসলি জমির উর্বর মাটি যাচ্ছে ইটভাঁটিতে

প্রকাশিত: ০৪:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 ফেনীর ফসলি জমির উর্বর মাটি যাচ্ছে  ইটভাঁটিতে

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৬ ফেব্রুয়ারি ॥ কৃষি জমির উপরিস্থরের মাটি বিক্রি নিষিদ্ধ হলেও আইন অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী অতিলোভে ফেনীতে মাটি বিক্রি করে জমির উর্বর শক্তি নষ্ট করছে। একই সঙ্গে এসব জমিতে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামজুড়ে ফসলি জমি ধংসযজ্ঞে মেতে উঠেছে ইটভাঁটি, পুকুর-গর্ত ভরাট, বাড়ি তৈরির জন্য কলকারখানা ভূমি উঁচুকরণ কাজের মাটি ব্যবসায়ীরা। প্রশাসন ও পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া ফেনীর যত্রতত্র গড়ে উঠেছে ইটভাঁটি, কলকারখানা। ফসলি জমিতে এসব কর্মযজ্ঞ চলার কারণে একদিকে পরিবেশসহ জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে আশপাশের অধিবাসীদের। দাগনভূঞাসহ বিভিন্ন স্থানের ইটভাঁটির পাশের অধিবাসীরা আক্রান্ত হচ্ছে হাঁপানি, ব্রঙ্কাইটিস, চর্মরোগসহ বিভিন্ন দুরারোগ্য রোগে। এছাড়া আশপাশের স্কুল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিষাক্ত কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অপরদিকে মাটি বোঝাই ট্রাকের আসা যাওয়ার কারণে গ্রামের রাস্তা শুধু নষ্ট হচ্ছে তা নয় বিভিন্ন পাকা রাস্তায় মাটি পড়ে রাস্তা নষ্ট হতে চলেছে আবার অনেক রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাটি ব্যবসায়ীরাই ইটভাঁটির জ্বালানি হিসেবে গ্রামের গাছ কেটে বন উজাড় করে দিচ্ছে। এতে করে অর্থকারী ফল ও ফসল উৎপাদন যেমনি ব্যাহত হচ্ছে তেমনই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ফেনী জেলার খাদ্য উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফেনী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক খালেদ করিম জানান, প্রতিবছর এক শতাংশ কৃষি জমি মাটির উপরিস্থর কাটার কারণে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রীর অফিস থেকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মাটির টপ সয়েল রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রসাশনের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে এবং ব্যবস্থা নেয়া হচ্ছে। জমির উর্বর শক্তি রক্ষা করে ফসল উৎপাদন অব্যহত রেখে পরিবেশ দূষণ মুক্ত রাখেতে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ফেনী বাসী।
×