ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেডিএ’র আবাসিক এলাকা নিয়ে ক্ষোভ বাড়ছে প্লট গ্রহীতাদের

প্রকাশিত: ০৪:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

কেডিএ’র আবাসিক এলাকা নিয়ে ক্ষোভ বাড়ছে প্লট গ্রহীতাদের

স্টাফ রিপোর্টার ॥ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ময়ূরী আবাসিক এলাকা তৈরির প্রকল্প নিয়ে ক্ষোভ বাড়ছে প্লট গ্রহীতাদের মাঝে। প্লট বরাদ্দ দেয়ার দেড় বছর পরও শুরু হয়নি ভূমি উন্নয়ন কাজ। এ ছাড়া প্লটের কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েছেন প্লট গ্রহীতারা। যদিও কেডিএ বলছে, প্রকল্প এলাকায় বালু ভরাটের কাজ শুরু হবে চলতি মাসের শেষ দিকে। রূপসা সেতুর বাইপাস সড়কের পাশে ৯০ একর জমিতে ময়ূরী নামে আবাসিক এলাকা তৈরি করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ। আর এ কারণে ৫৩০টি প্লট বরাদ্দ দেয়া হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। প্লট বরাদ্দের সময় বরাদ্দপ্রাপ্তদের কাছ থেকে নেয়া হয়েছিল ৪০ ভাগ টাকা। কিন্তু প্রায় দেড় বছর পার হলেও শুরু হয়নি প্রকল্পের জমি উন্নয়ন কাজ। আর এ নিয়ে ক্ষোভ বাড়ছে প্লট গ্রহীতাদের মাঝে। প্লটের বাকি টাকা যারা কিস্তিতে দিচ্ছেন তারা পড়েছেন বিপাকে। আবার গ্রাহকদের টাকা ব্যাংকে রেখেও মুনাফা নিচ্ছে কেডিএ। কেডিএ বলছে, প্রকল্প এলাকায় বালু ভরাটের কাজ শুরু হবে চলতি মাসের শেষ দিকে। প্রকল্পের ৩ কাঠা প্লটের মূল্যে ২৭ লাখ এবং ৫ কাঠা প্লটের মূল্যে ৪৭ লাখ টাকা।
×