ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লিফটসহ সাতটি ফুটওভার ব্রিজ নির্মাণ করবে ডিএসসিসি

প্রকাশিত: ০৪:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 লিফটসহ সাতটি ফুটওভার ব্রিজ নির্মাণ করবে ডিএসসিসি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে লিফটসহ সাতটি ফুটওভার ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মূলত সিঁড়ি ব্যবহারে অনীহা ও প্রতিবন্ধীদের কথা বিবেচনা করে এ উদ্যোগ নিতে যাচ্ছে সংস্থাটি। জানা গেছে, করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই ফুটওভার ব্রিজগুলো নির্মাণ করা হবে। স্টিলের তৈরি ব্রিজগুলোতে ছাউনিসহ ২-৩টি আধুনিক লিফট যুক্ত করা হবে। লিফটের পাশাপাশি ব্রিজগুলোতে সাধারণ সিঁড়িও থাকবে। এছাড়া ব্রিজগুলো ফুলগাছসহ নানা উপকরণ দিয়ে সাজানো হবে। ডিএসসিসির সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দক্ষিণ পাশের সড়ক সংলগ্ন চাঁনখারপুল, নয়াবাজারের সিরাজদ্দৌলা পার্ক ও নয়াবাজার মার্কেটের মধ্যবর্তী সড়ক, শাঁখারী বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ত্রিমুখী সড়ক, কুতুবখালীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে, ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা-কাজলা সংলগ্ন সড়ক, মৎস্য ভবন মোড় এবং মগবাজার হলি ফ্যামিলি হাসপাতাল এলাকায় এসব ওভারব্রিজ নির্মাণ করা হবে। এর মধ্যে চাঁনখারপুল, নয়াবাজার ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন ত্রিমুখী সড়কের ফুটওভার ব্রিজের নকশা চূড়ান্ত করা হয়েছে। সবগুলোতে খরচ হবে ২৩-২৫ কোটি টাকা। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রাজিব খাদেম বলেন, ‘এখন পর্যন্ত তিনটির নকশা তৈরি করা হলেও তা চূড়ান্ত হয়নি। সাধারণ সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজে পথচারীদের অনীহার কারণেই নতুন ফুটওভার ব্রিজ লিফট যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নির্মাণের পরবর্তী তিন বছর এসব লিফট রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকবে। এজন্য সিটি করপোরেশনের কাছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জামানত রাখতে হবে। তিন বছর পর সিটি করপোরেশন পুরো দায়িত্ব বুঝে পেলে তা রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য জনবল নিয়োগ দেয়া হবে।’ ডিএসসিসির ওই প্রকৌশলী বলেন, ‘আমাদের দেশের মানুষ সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না। তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। তাছাড়া প্রতিবন্ধীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পারেন না। সেজন্য নতুন ফুটওভার ব্রিজগুলোতে লিফট যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
×