ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাস্টবিনে নান্দনিকতা

প্রকাশিত: ০৪:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

ডাস্টবিনে নান্দনিকতা

রাজধানীর ডাস্টবিনগুলোর পাশ দিয়ে দুর্গন্ধে হেঁটে চলা দায়। তার ওপর ময়লা আবর্জনার ছড়াছড়ি হয়ে থাকা ডাস্টবিনগুলো নষ্ট করছে শহরের সৌন্দর্য। কিন্তু চারুকলার শিল্পীদের হাতের ছোঁয়ায় দু’দিনেই পাল্টে গেছে শাহবাগের ডাস্টবিনগুলোর চেহারা। নোংরা ডাস্টবিনও হয়ে উঠেছে শৈল্পিক এক নিদর্শন। ডাস্টবিনের দেয়ালগুলো দেখতে দেখতে ক্যানভাস হয়ে ওঠা, আর তার মধ্যে রঙ্গের মিশেলের বৈচিত্র্যতা। এর নাম শহরনামা। ছোট ছোট কথা আর জীবন তুলে ধরা গ্রাফিতির অন্যতম অনুষঙ্গ। তাই একে চলছে একদল তরুণ। নোংরা ডাস্টবিনের প্রতিদিনের চেহারা হঠাৎ পাল্টে যাওয়ার সকালটাই যেন, তাই একটু আলাদা শাহবাগের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সাধারণ মানুষের কাছেও। সাধারণ মানুষ একজন বলেন, ‘প্রতিদিন সকালে উঠে যখন বাইরে বের হয়ে ডাস্টবিনের উপচে পরা ময়লা দেখি, তখন মন মেজাজও খারাপ হয়ে যায়। আর এখন এত সুন্দর দেখলে মন ভাল হয়ে যায়।’ সাধারণ মানুষ ছাড়াও এই কার্যক্রমকে স্বাগত জানান নাগরিক সমাজ। নিজেরা করির খুশি কবির বলেন, ‘সিটি কর্পোরেশন কাজটি প্রথম হাতে নেয়। এটাকে ময়লা আবর্জনা পরিষ্কারও করবে আবার সৌন্দর্য বৃদ্ধি করবে।’ দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান, এই কার্যক্রম বাড়ানোর কথা ভাবছে সিটি কর্পোরেশন। -স্টাফ রিপোর্টার
×