ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ উ. কোরিয়ার

প্রকাশিত: ০৪:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কুৎসা রটানোর  অভিযোগ উ. কোরিয়ার

দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকসে প্রয়াত সাবেক বন্দী অটো ওয়ার্মবিয়ারের বাবাকে সঙ্গে আনার জন্য আমেরিকার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া এবং দেশটি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ এসেছে। খবর এএফপির। কলেজ ছাত্র ওয়ার্মবিয়ারকে ২০১৬ সালে পিয়ংইয়ং ভ্রমণকালে প্রচার উপাদান চুরির জন্য গ্রেফতার করা হয় এবং এ নিভৃতচারী দেশের বিরুদ্ধে বৈরী তৎপরতার অভিযোগে তাকে কঠোর সশ্রম কারাদ- দেয়া হয়। এক বছরের বেশি কারাবাসের পর কোমা অবস্থায় তাকে মুক্তি দেয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্র্রে পৌঁছাবার কয়েকদিন পর ওয়ার্মবিয়ার মারা যান। উইন্টার অলিম্পিকসে মার্কিন প্রতিনিধি দলের নেতা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উত্তর কোরিয়ার নৃশংসতা বিশ্বকে স্মরণ করিয়ে দেয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় সঙ্গে নিয়ে যান ওয়ার্মবিয়ারের পিতা ফ্রেড ওয়ার্মবিয়ারকে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেবিএনএ বৃহস্পতিবার বলেছে, যুক্তরাষ্ট্র আবারও ডিপিআরকে-এর বিরুদ্ধে কুৎসা রটনা অভিযান শুরু করেছে। দেশটি ইচ্ছাকৃতভাবে চিঠিতে ওয়ার্মবিয়ারের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেছে। কেসিএনএ পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকান স্টাডিস বিষয়ক ইনস্টিটিউটের তথ্য পরিচালকের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছে, দেশটি পরমাণু শক্তিসম্পন্ন উত্তর কোরিয়ার ওপর চাপ বৃদ্ধির জন্য ওয়ার্মবিয়ারের মৃত্যুর বিষয়টি তুলে ধরছে।
×