ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতের ১৬ হাজার কোটি রুপীর অস্ত্র কেনার পরিকল্পনা

প্রকাশিত: ০৪:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের ১৬ হাজার কোটি রুপীর অস্ত্র কেনার পরিকল্পনা

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ১৬ হাজার কোটি রুপীর সমরাস্ত্র ক্রয়ের অনুমোদন করেছে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা শীতারমনের সভাপত্বিতে বৃহস্পতিবার ডিফেন্স একুইজিশন কাউন্সিল ডিএসি এ অনুমোদন দেয়। ইন্ডিয়া টুডে। এসব অস্ত্রের মধ্যে অত্যাধুনিক এসল্ট রাইফেল থাকবে ৭ লাখ ৪০ হাজার যা প্রতিরক্ষা বাহিনীর তিনটি শাখায় বরাদ্দ করা হবে। শুধু এই খাতে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার দুই শ’ আশি কোটি রুপী অনুমোদনকৃত বাকি অর্থ ৫৭১৯টি সাপ্লাইপার রাইফেল ও হাল্কা মেশিনগান ক্রয় বাবদ আলাদা রাখা হয়েছে। এসব অস্ত্র সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমবর্ধমান সহিংসতা মোকাবেলা এবং চীন সীমান্তে প্রায় চার হাজার কিলোমটার এলাকাজুড়ে ভারতীয় বাহিনীর শক্তি সামর্থ বৃদ্ধি করাই হচ্ছে এই অস্ত্র ক্রয়ের মূল লক্ষ্য। এই অস্ত্রগুলো স্বদেশের (ভারতীয়) রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হবে। অস্ত্র ‘ক্রয় ও তৈরি’ নীতির ওপর ভিত্তি করে এসব অস্ত্র ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে ক্রয় করা হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় যে, উন্নতমানের লাইট মেশিন গান-এলএমজি ক্রয় খাতে ব্যয় হবে আনুমানিক ১৮১৯ কোটি রুপী। এসব অস্ত্রের বেশির ভাগই বণ্টন করা হবে বিভিন্ন সীমান্তে মোতায়েনকৃত ভারতীয় সেনা বাহিনীর মধ্যে। এছাড়া রাইফেল কারবাইন ও এলএমজির গোলাবারুদ প্রথমে বাইরে থেকে কেনা হবে পরে তা স্বদেশেই প্রস্তুত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
×