ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনৈতিক কর্মকান্ড প্রতিরোধে অক্সফামের কর্মপরিকল্পনা

প্রকাশিত: ০৪:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 অনৈতিক কর্মকান্ড  প্রতিরোধে অক্সফামের কর্মপরিকল্পনা

বিশ্বের অন্যতম খ্যাতনামা দাতব্য সংস্থা অক্সফামের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার প্রেক্ষিতে সংস্থাটি এসব অপকর্ম প্রতিরোধে শুক্রবার একটি কর্মপরিকল্পনা গ্রহণের কথা ঘোষণা করেছে। এএফপি। সংস্থাটির নির্বাহী পরিচালক উইনি বাইয়ানিমা বলেন, ২০১০ সালে ভূমিকম্প কবলিত হাইতিতে যৌন অসাদাচরণ ও পতিতা কেলেঙ্কারি অক্সফামের অর্জিত বহু বছরের সুনামের ওপর এক কলঙ্কের দাগ চিহ্ন। তাই এর ভেতরে আরও কোন অনৈতিক কর্মকা-ের অস্তিত্ব আছে কিনা তা খতিয়ে দেয়ার জন্য এই দাতব্য সংস্থাটি তার রেকর্ডপত্র ও কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদের পথ উন্মুক্ত করবে। এর ফলে ভবিষ্যতে এ ধরনের কলঙ্কজনক অধ্যায়ের আর পুনরাবৃত্তি হবে না। অক্সফাম এই তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার লক্ষ্যে দশ লাখ ডলারের বেশি বরাদ্দ দেবে এবং এর কর্মচারী সংস্থা দ্বিগুণ করবে। উইনি তার বিবৃতিতে বলেন, হাইতিতে যা ঘটেছে তা আমাদের জন্য পরম লজ্জা ও কলঙ্কজনক ঘটনা। আগামী দিনেও এই লজ্জা আমাদের বয়ে বেড়াতে হবে। এজন্য আমি অন্তর থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থী। হাইতিতে ত্রাণ বিতরণকালে অক্সফাম কর্মীদের যৌনাচার প্রকাশ হওয়ার পর প্রথমে সংস্থাটি এ নিয়ে নিজেদের নির্দোষ এবং স্বচ্ছতার দাবি করে। কিন্তু বিরুদ্ধ জনমত তীব্র হওয়ার প্রেক্ষিতে এবং ব্রিটিশ সরকার সংস্থার তহবিল কাটছাঁট করার হুমকি দেয়ার পর অক্সফাম এই পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করল। অক্সফামের এই কলঙ্কজনক ঘটনার কথা এর শীর্ষ নির্বাহীরা আগে থেকেই অবগত ছিলেন। সে জন্য ২০১১ সালে সংস্থাটির মধ্যে একটি অভ্যন্তরীণ তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। এতে চারজনকে বরখাস্ত ও তিনজনকে পদত্যাগ করতে বলা হয়। এই তিনজনের মধ্যে একজন ছিলেন অক্সফামের কান্ট্রি চীফ রোলান ভ্যান হাওয়ারমেরিন। সংস্থাটি বৃহস্পতিবার এ বিষয়েও স্বীকারোক্তি দিয়েছে যে, তারা পরবর্তীকালে বরখাস্তকৃতদের একজনকে পুনঃনিয়োগ দিয়েছিল। সে পরে আরও কোন অপরাধী কর্মকা-ে জড়িত হয়েছে কি না- সে বিষয়ে এখনও তদন্ত চলছে।
×