ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদালতে ক্রুজের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

প্রকাশিত: ০৪:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

আদালতে ক্রুজের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাইস্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যার ঘটনায় আটক সন্দেহভাজনের স্বীকারোক্তি পাওয়ার কথা জানিয়েছে মার্কিন পুলিশ। ১৯ বছর বয়সী নিকোলাস ক্রুজ বুধবার স্কুল ছুটির কিছু সময় আগে মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৪ শিক্ষার্থী ও আরও তিনজনকে হত্যা করে। ঘটনার কিছু সময় পরই ক্রুজ আটক হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে সেখানেই পুলিশ তার স্বীকারোক্তির কথা জানায়। খবর বিবিসির। ক্রুজের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে সংঘটিত এ হত্যাকাণ্ডকে ২০১২ সালের পর যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে হওয়া সবচেয়ে রক্তক্ষয়ী । নিজেকে বন্দুকধারী হিসেবে পরিচয় দিয়েছে ক্রুজ। সে একটি এ আর ফিফটিন বন্দুক নিয়ে স্কুল ক্যাম্পাসে ঢুকে হলওয়েতে এবং মাঠে যাকে পেয়েছে তার দিকেই গুলি ছুড়েছে; আদালতের নথিতে এমনটাই লেখা হয়েছে। বন্দুক ছাড়াও ক্রুজ ব্যাকপ্যাক ও কালো ডাফেল ব্যাগে অতিরিক্ত গুলি নিয়ে গিয়েছিল। গুলির পর পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছুটে বেরোনো শিক্ষার্থীদের সঙ্গে ক্রুজ স্কুল ভবন ছাড়ে বলেও ওই নথিতে বলা হয়েছে। কাছাকাছি ওয়ালমার্ট ও ম্যাকডোনাল্ডসের দোকানে ঢুকলেও কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে। এফবিআই জানায়, গত বছর একটি ইউটিউব মন্তব্যের সূত্র ধরে বেন বেনিংটন নামে এক ব্যবহারকারী এফবিআইকে ১৯ বছর বয়সী ক্রুজ সম্পর্কে সতর্ক করেছিল। স্কুলের বহিষ্কৃত ছাত্র ক্রুজের বিষয়ে শিক্ষকদেরও ই-মেইল পাঠিয়ে সতর্ক করেছিল স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্কুলে গুলির ঘটনায় নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে পুলিশ। এদের মধ্যে স্কুলের সহকারী ফুটবল কোচ এ্যারন ফিস, এ্যাথলেটিক পরিচালক ক্রিস হিক্সন ও শিক্ষক স্কট বিগেলও আছেন। নিহত ১৪ শিক্ষার্থীর বয়স ১৪ থেকে ১৮’র মধ্যে। বৃহস্পতিবার মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করেছে হাজারো ফ্লোরিডাবাসী। যুক্তরাষ্ট্রের ভেতর অস্ত্র আইন আরও কঠোর করার দাবি জানিয়েছে তারা। ঘটনার পর থেকে ডেমোক্র্যাট ও রিপাবলিকান কংগ্রেস সদস্যদের মধ্যে এ নিয়ে তীব্র বাদানুবাদ চলছে। অস্ত্র বিক্রি ও পরিবহনে এখনই কঠোর বিধিনিষেধ আরোপ না করা হলে গুলি ও হত্যার ঘটনা বাড়তেই থাকবে অভিমত বিরোধীদের। রিপাবলিকানদের পাল্টা অভিযোগ, ফ্লোরিডার হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে ডেমোক্র্যাট শিবির। অস্ত্র আইন কঠোরের সময় এখনও আসেনি বলেও মন্তব্য তাদের। পার্কল্যান্ডে অবস্থিত মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে নিকোলাস একটি আধা স্বয়ংক্রিয় এআর-১৫ এ্যাসল্ট রাইফেল ও অনেক গোলাবারুদ নিয়ে হামলা চালান। স্থানীয় পুলিশ পরে তাকে কাছের কোরাল স্প্রিংস থেকে গ্রেফতার করে। ব্রোওয়ার্ড কাউন্টি শেরিফ স্কট ইসরাইল জানান, নিকোলাসের জন্ম ১৯৯৮ সালের সেপ্টেম্বরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে খুবই উত্তেজনামূলক বার্তা পোস্ট করেছিল। যদিও তিনি নিকোলাসের সম্পর্কে নির্দিষ্ট কোন অভিযোগ জানাতে পারেননি। কর্তৃপক্ষও বন্দুকধারীর কোন ছবি প্রকাশ করেনি। তার ইনস্টাগ্রাম এ্যাকাউন্টটিতে রিপোর্ট করায় সেটি এখন স্থগিত রাখা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে সাক্ষাতকার দেয়া কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে স্কুলে ক্রুজ সমস্যায় জর্জরিত একজন হিসেবে পরিচিত ছিল। ২০১৬ সালে ক্রুজের ক্লাসের এক সেমিস্টারের গণিত শিক্ষক জিম গার্ড মিয়ামি হেরাল্ডকে জানান, গত বছর সে শিক্ষার্থীদের হুমকির মতো ঘটনা ঘটিয়ে সমস্যা সৃষ্টি করে। পরে তাকে স্কুল ছেড়ে দিতে বলা হয়েছিল।
×