ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সম্মাননা পেল প্রাঙ্গণেমোর

প্রকাশিত: ০৪:০১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 সম্মাননা পেল প্রাঙ্গণেমোর

স্টাফ রিপোর্টার ॥ থিয়েটার অঙ্গনে বিশেষ অবদানের জন্য ‘রংধনু গ্রুপ ট্রাব এ্যাওয়ার্ড ২০১৭’ সম্মাননা পেল নাট্যদল প্রাঙ্গণেমোর। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের পক্ষ থেকে সংগঠনটিকে এ পদক প্রদান করা হয়। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে দলের পক্ষে এ পদক গ্রহণ করেন দলপ্রধান অনন্ত হিরা। পদক পাওয়ার প্রতিক্রিয়ায় অনন্ত হিরা বলেন, যে কোন স্বীকৃতিই আনন্দের। আর থিয়েটারের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। এ প্রাপ্তি আমাদের আরও ভাল কাজের অনুপ্রেরণা দেবে। তিনি জানান, ২০১৭ সালে প্রাঙ্গণেমোরের কার্যক্রম হচ্ছে নতুন প্রযোজনা ১টি, নাট্য উৎসব আয়োজন ৩টি, দুই বাংলার নাট্যমেলা, নাট্যসপ্তাহ, কলকাতায় বাংলাদেশ নাট্যোৎসব, খালেদ খান যুবরাজ বছরের সেরা নাটক ২০১৬ প্রদান, কলকাতায় সেমিনার ও নাট্য প্রদর্শনী ৪৩টি, দেশে ও দেশের বাইয়ে প্রদর্শনী ২৬টি, মোট কল শো ১৭টি, বন্ধু সদস্য কার্যক্রম ও বন্ধু আড্ডা, রবীন্দ্রজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী পালন, জুন মাসকে বিশেষ সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করে কার্যক্রম পরিচালনা, তৃতীয় ব্যাচের ১০ বছর পূর্তি উদ্যাপন ও নতুন প্রযোজনার প্রস্তুতি।
×