ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা থিয়েটার ও ‘পাঁজরে চন্দ্রবান’

প্রকাশিত: ০৪:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা থিয়েটার ও ‘পাঁজরে চন্দ্রবান’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সেন্টার ফর পারফরমেন্স এ্যান্ড কালচারাল স্টাডিজ (বিসিপিসিএস)-এর প্রযোজনা মঞ্চে আসছে রোহিঙ্গাদের নিয়ে বিশেষ প্রযোজনা ‘পাঁজরে চন্দ্রবান’। শাহমান মৈশানের রচনায় ‘পাঁজরে চন্দ্রবান’ নাটকটি নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। আজ শনিবার বিকেল ৩টায় বিভাগের নিজস্ব মিলনায়তন নাট-মন্ডলে মহড়াকালীন একটি নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘পাঁজরে চন্দ্রবান’ নাটকটিতে অভিনয় করবেন বিভাগের এমএ শিক্ষার্থীরা। নাটকটির সঙ্গীত পরিকল্পনায় বিভাগীয় শিক্ষক সাইদুর রহমান লিপন ও কাজী তামান্না হক সিগমা, আলোক পরিকল্পনায় আশিক রহমান লিয়ন ও কোরিওগ্রাফিতে অমিত চৌধুরী। নাট্য প্রদর্শনীতে উপস্থিত থাকবেন সমকালীন বিশ্ব পরিস্থিতি ও রাজনৈতিক নাটকে বিশেষজ্ঞ এবং আইটিআই হাইয়ার এডুকেশন নেটওয়ার্কের কো-ডিরেক্টর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও নির্দেশক ড. ডেরেক গোল্ডম্যানসহ দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা। নাট্যপ্রদর্শনীর পরের দিন থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের উখিয়া, টেকনাফের শরণার্থী শিবির ও সমুদ্র সৈকতে ড. ডেরেক গোল্ডম্যানের সঙ্গে মাঠ পর্যায়ে গবেষণা, প্রশিক্ষণ, সংলাপ ও রোহিঙ্গা জনসাধারণকে সঙ্গে নিয়ে পরিবেশনায় অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এমএ বর্ষের শিক্ষার্থীরা, যা তত্ত্বাবধানে থাকবেন ড. ইসরাফিল শাহীন এবং পুরো কর্মসূচীটির সার্বিক ব্যবস্থাপনায় আছেন বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবির। পৃথিবীতে সাম্প্রতিক সবচেয়ে বার্নিং ইস্যু হলো শরণার্থী। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আটলান্টিক থেকে ভূমধ্যসাগর অঞ্চলের সমস্যা এখন এসে ঠেকেছে বঙ্গোপসাগরের কূলঘেঁষে বাংলাদেশে। মিয়ানমারের সামরিক জান্তাদের জাতিগত নিপীড়নে রোহিঙ্গাদের এক মহাপ্রস্থান হয়েছে। এই আশাহীন-ঘরহীন-রাষ্ট্রহীন মানুষের মাঝে ভীতি, শূন্যতা, একাকিত্ব যেভাবে গ্রাস করছে সেটাকে থিয়েটারের যে অপার সম্ভাবনা, শক্তি, নান্দনিকতা, সামাজিক ডাইমেনশন এবং রাজনৈতিক অর্থ তৈরি করার উদ্দেশ্যে বাংলাদেশ সেন্টার ফর পারফরমেন্স এ্যান্ড কালচারাল স্টাডিজ (বিসিপিসিএস)-এর উদ্যোগে কক্সবাজারের উখিয়া, টেকনাফের শরণার্থী শিবির ও সমুদ্র সৈকতে আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে থিয়েটার ফর রোহিঙ্গা বা রোহিঙ্গা নাট্য বা রোহিঙ্গা থিয়েটার। ইতোপূর্বে গত বছরের অক্টোবর, নবেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে রোহিঙ্গা শরণার্থী জীবনের দুঃখ-কষ্ট, লড়াই, ইতিহাস, ক্ষোভ, হতাশাগুলো নিয়ে মাঠ পর্যায়ে গবেষণা, প্রশিক্ষন, সংলাপ ও পরিবেশনায় রোহিঙ্গা জনসাধারণকে সঙ্গে নিয়ে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এমএ বর্ষের শিক্ষার্থীরা। বিভাগের অধ্যাপক ও উপমহাদেশের বহুমাত্রিক নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীনের তত্ত্বাবধানে অনুঘটক হিসেবে ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক এবং মেধাবী তরুণ নাট্যকার, নির্দেশক ও তাত্ত্বিক শাহমান মৈশান। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি যে বৈষম্য, রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক শক্তির অবাঞ্ছিত বলপ্রয়োগ ও খবরদারি দেখানোর মাধ্যমে যে নিষ্পাপ, নিরপরাধ রোহিঙ্গাদের হত্যা করা হয়েছে, তাদের ন্যায্যতাকে নাকচ করে শুধু শক্তি প্রয়োগের কারণে অসংখ্য মানুষের কান্না যেন জমাট বেঁধে বরফ হয়ে গেছে। সেই অশ্রুভেজা দুঃখকে বাংলাদেশের মানুষ তথা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতেই এই নাট্য আয়োজন এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
×