ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রায়ের কপি দিতে আর কয় বছর লাগবে ॥ কামাল হোসেন

প্রকাশিত: ০৮:১১, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

রায়ের কপি দিতে আর কয় বছর লাগবে ॥ কামাল হোসেন

বিডিনিউজ ॥ খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের সত্যায়িত কপি এখনও তার আইনজীবীরা না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গণফোরাম সভাপতি কামাল হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খালেদা জিয়ার নাম উল্লেখ না করে তিনি বলেন, এটা অবাক কাণ্ড যে, রায় ঘোষণা করার পরে বলছি, কপি দেয়া যাচ্ছে না, আমরা সংশোধন করছি। ছয় শ’ পাতা! যদি দুই কোটি টাকার জন্য ছয় শ’ পাতা, তো সাড়ে চার হাজার কোটি টাকার কী এক লাখ পাতার রায় লিখতে হবে? আর কয় বছর লাগবে লিখতে? আর কয় বছর লাগবে সংশোধন করতে? আর কয় বছর লাগবে কপি দিতে? এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকে কারাগারে আছেন তিনি। বিএনপি নেত্রীর জামিন আবেদনের জন্য রায়ের সত্যায়িত কপির অপেক্ষায় আছেন তার আইনজীবীরা। এক সপ্তাহেও ওই কপি প্রকাশ না হওয়ায় কামাল হোসেন বলেন, একটা কপি দেব কপি দেব, এটা কী প্রহসন? আইনকে নিয়ে খেলা শুরু হয়েছে। আমি তো বলব যে, ভাই জজসাহেবরা কিছুটা আত্মসম্মান বোধের দিকে চিন্তা করেও আপনারা দায়িত্ব পালন করেন। তিনি বলেন, মানুষ দেশে গণতন্ত্র দেখছে না, সেখানে ঘাটতি দেখছে। গণতন্ত্র যদি হয়, তোমরা যদি গণতন্ত্রের মালিক হও, তো হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে উধাও হয়ে গেলে এ্যাকশন নেয়া হবে না? বেসিক ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা, জনতা ব্যাংক, সেখানে চার-পাঁচ হাজার কোটি টাকা, বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা! কোন মামলা শুরু হয়েছে? কামাল হোসেন বলেন, বিচার বিভাগকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছি, ঝুঁকি নিয়েছি, জেলে গেছি। শুধু আমি না, আমার আগে যারা বারের প্রেসিডেন্ট ছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা সবাই জেলে গেছি। ‘কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ডাকসুর ভিপি সুলতান মুহাম্মদ মনসুর। ঐক্যবদ্ধ ছাত্রসমাজের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের সভাপতি আজম রুপুর সভাপতিত্বে অন্যদের মধ্যে গণফোরামের নেতা এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান, ব্যারিস্টার ওমর ফারুক বক্তব্য দেন।
×