ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

বিএনপি-জামায়াত অপশক্তি কোন দিনই টিকতে পারবে না

প্রকাশিত: ০৮:০২, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

 বিএনপি-জামায়াত অপশক্তি কোন দিনই টিকতে পারবে না

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভাবনীয় উন্নয়ন-অগ্রগতির সামনে বিএনপি-জামায়াত অপশক্তি কোনদিনই টিকতে পারবে না। মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা ও এতিমের টাকা চুরি করে খাওয়ার গজব হিসেবেই খালেদা জিয়া এখন কারাগারে। শুধু দুর্নীতিই নয়, সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও প্রশাসনের মধ্যে উস্কানি প্রদানের মামলায় খালেদা জিয়ার বিচার হওয়া উচিত। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সরকারী দলের নজরুল ইসলাম চৌধুরী, মোঃ মকবুল হোসেন, কবিরুল হক, শিবলী সাদিক, বেগম হাজেরা খাতুন, শওকত হাচানুর রহমান রিমন, সেলিনা আখতার বানু ও স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ। খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, বিএনপি-জামায়াত জোটের ভয়াল আগুন সন্ত্রাসের কথা দেশবাসী কখনও ভুলবে না। বিএনপির দুর্নীতিগ্রস্ত দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে। দেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। মিয়ানমার থেকে লাখো লাখো রোহিঙ্গার ঢেউ দেখেও প্রধানমন্ত্রী ভয় পাননি, বরং মায়ের মমতায় আশ্রয় দিয়ে বলেছেন, দেশের মানুষকে দু’বেলা খাবার দিতে পারলে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরও খেতে দিতে পারব। এটাই হলো মমতাময়ী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অবিস্মরণীয় মানবিকতা। দেশের ৭৭ ভাগ জনগণ এখন শেখ হাসিনার পক্ষে। তারা আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করে বিজয়ী করবে। সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, বিএনপি প্রধানের দুর্নীতি মামলায় সাজা হয়েছে। কিন্তু তার বিচার হওয়া উচিত সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও প্রশাসনকে উস্কানি দেয়ার জন্য। খালেদা জিয়ার কথাই প্রমাণ হয়েছে তারা এখনও হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে সরে আসেনি। সামাজিক মর্যাদার কারণে খালেদা জিয়ার সাজা কমানোর সমালোচনা করে তিনি বলেন, মামলা নিয়ে বিএনপি এখন জনগণকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছে। কিন্তু দেশের জনগণ এই অপশক্তিকে আর গ্রহণ করবে না। কবিরুল হক বলেন, জিয়া আরফানেজ ট্রাস্ট মামলার রায়ে সারাবিশ্বের সামনে প্রমাণিত হয়েছে বাংলাদেশে আইনের শাসন রয়েছে। অপরাধ করে কেউ ক্ষমা পায় না। প্রধানমন্ত্রীর উন্নয়ন-অগ্রগতির সামনে স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি কোনদিনই টিকতে পারবে না। আগামী নির্বাচনেও তাদের পতন অনিবার্য।
×