ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে রাস্তায় এসএসসি পরীক্ষার উত্তরপত্র

প্রকাশিত: ০৭:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

জয়পুরহাটে রাস্তায় এসএসসি পরীক্ষার উত্তরপত্র

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৫ ফেব্রুয়ারি ॥ রাজশাহী শিক্ষা বোর্ডের চলতি এসএসসি পরীক্ষার ইংরেজী প্রথমপত্রের বেশ কিছু উত্তরপত্র জয়পুরহাট শহরের রাস্তায় পাওয়া গেছে। পথচারীরা ২৫টি খাতা বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাস্তা থেকে কুড়িয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার ১২ শিক্ষক রাজশাহী শিক্ষা বোর্ড থেকে উত্তরপত্র বস্তায় ভরে মাইক্রোবাসে রাত সোয়া আটটার দিকে জয়পুরহাট পৌঁছে। এরপর তারা উত্তপত্র নিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায়। এরই মধ্যে খবর পাওয়া যায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে শহরের বিভিন্নস্থানে ইংরেজী প্রথমপত্রের উত্তরপত্র (কোড-১০৭) পড়ে রয়েছে। কয়েক পথচারী হরিবাসর মন্দিরের কাছে ২১টি এবং প্রধান ডাকঘরের সামনে চারটি উত্তরপত্র পেয়ে থানায় জমা দেন। জানা যায়, জয়পুরহাট কেজি ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ গোলাম সরোয়ার শামীম ২৫০টি উত্তরপত্র নিয়ে বাড়ি যাবার পথে কিছু উত্তরপত্র রাস্তায় পড়ে যায়। ওই শিক্ষক জানান, ৭৫টি উত্তরপত্র খোয়া যায়। এর মধ্যে ২৫টি উত্তরপত্র পেয়ে পথচারীরা থানায় জমা দিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
×