ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোস্তফা মহসীন

মাধ্যাকর্ষণ শক্তি

প্রকাশিত: ০৬:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

মাধ্যাকর্ষণ শক্তি

যুগপৎ ধাক্কায়, কী অক্লেশে ছুঁইনি যদিও তোমাকে; অথবা প্রাত্যহিক ভিড় ঠেলে তুমি-ই প্রথম ছুঁয়েছ আমাকে সে তো কৌশলী মুখের ইতস্তত হাসির ঝলক জানে স্পর্শে ছিল এক লহমার সুখ সুখের সে অসুখে হলো রক্ত ছলচ্ছল সুন্দরীতমার ভিড়ে কোট-গাউনের স্বপ্নবাজি... সূর্যচনমনে দিন সাথে লুকোচুরি, আমাকে টেনেই নিলো- সিএমএম কোর্টের মাধ্যাকর্ষণ শক্তি? জনারণ্যে আলোড়ন নীরব আড়ালে প্রতি আনন্দকণায় মিশি প্রণয়তাড়িত মনসুখ... তলিয়ে গেলে... তুমি ও লোহমানবী? সুন্দর কিছু না, যৌবন কিছু না, প্রাণের উত্থান আমাকে নিকটে রাখো, আমাকে নিকটে রাখো কলঙ্ক তোমাকে শেখাবে না অসময়ে মেঘের সাঁতার!
×