ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

উবাচ

ফাইভ স্টার হোটেল চাই? স্টাফ রিপোর্টার ॥ কারা অন্তরীণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কারা কর্তৃপক্ষ তাকে ডিভিশন দিয়েছে। জাতীয় পার্টির এক সংসদ সদস্য বেগম জিয়াকে সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদের লাগানো গাছের বরই খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। খালেদা জিয়াকে প্রদত্ত ও নানান সুবিধা সমালোচনা করে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন ওদের নেত্রীকে পাঁচতারকা সোনারগাঁও হোটেলে রাখতে হবে কি না? তিনি বলেন গোটা জেলখানাইতো ওনাকে দেয়া হয়েছে। কত আরাম আয়েশে আছেন। আবার বলা হচ্ছে এটা দেয়া হয় নাই ওটা দেয়া হয় নাই। ওনাকে ফাইভ স্টার হোটেল সোনারগাঁওয়ে রাখা হবে? চুরি করে টাকা আত্মসাত করেছে, ওনাকে কনডেম সেলে রাখা উচিত বলে মনে করেন তিনি। যদিও টাকা চুরির অপরাধে কনডেম সেলে রাখার কোন বিধান নেই। খালেদা জিয়ার বিরুদ্ধে ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায়ও সম্পৃক্ততার অভিযোগ করেছেন শেখ সেলিম। তিনি দাবি করেন, বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদ-ে দ-িত পলাতক আব্দুর রশিদ ও শরীফুল হক ডালিমকে ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় পরিচয় গোপন করে ঢাকায় আনা হয়েছিল। এমন কথা চাউর আছে, ওই সময় কর্নেল রশিদ, ডালিম ঢাকায় ছিল। অন্য নামে তাদের ঢাকায় আনা হয়। হামলা শেষে ওই রাতে তাজুল ইসলামসহ চারজনকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে পাঠিয়ে দেয়া হয়। পরে ডিজিএফআইয়ের রুমি খালেদা জিয়াকে বলেছিলেন, ম্যাডাম এদের কী করে পাঠানো হবে? জবাবে খালেদা জিয়া বলেছিলেন, চুপ কর। তুমি এর ভেতর নাক গলাবা না। এ ঘটনার সঙ্গে খালেদা জিয়াও জড়িত ছিল। সুযোগ থাকলে খালেদা জিয়াকে ওই মামলার এক নম্বর আসামি করার দাবি জানান তিনি। . আমার নেত্রী আবার! স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন কারাগারে যাওয়ার পর আশা জেগেছে পার্থর মনে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ধরেই নিয়েছেন তার নেত্রী আগামী দিনে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। যদিও বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ভাগ্নে পার্থ বিয়ে করেছেন প্রধানমন্ত্রী হাসিনার চাচাত ভাই শেখ হেলালের মেয়েকে। বিরোধী জোটে থাকা পার্থ বলছেন, বেগম খলেদা জিয়া তার নেত্রী হিসেবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে বিচার করবেন আওয়ামী লীগের। পার্থ বলেন, সরকারকে বলে দিতে চাই, বাংলাদেশের কোন আদালতের খোঁচায় কিংবা কোন নির্বাহী আদেশের কলমের খোঁচায় তাকে (খালেদা) বন্দী করে রাখা যাবে না, তাকে ছাড়া কোন রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণ করা যাবে না। . জনপ্রিয়তার জোয়ার! স্টাফ রিপোর্টার ॥ বেগম খালেদা জিয়া জেলে যাওয়াতে তার জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গেছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি খালেদা জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত একটি ঘরোয়া সভায় বলেন, জিয়ার আদর্শের সৈনিক হিসেবে খুব স্পষ্ট করে বলতে চাই বিএনপিকে যত আঘাত করা হচ্ছে, জনগণের কাছে ততই দলের গ্রহণযোগ্যতা বাড়ছে। খালেদা জিয়াকে জেলে দিয়ে তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়া হয়েছে, কমাতে পারেনি সরকার। বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করে না যে, খালেদা জিয়া ২ কোটি টাকা তছরূপ করেছেন। খালেদা জিয়া ‘সুবিচার পান নাই’ দাবি করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘তার প্রতি সুবিচার করা হয়নি। আর হবেই বা কিভাবে। তারেক রহমানকে যিনি খালাস দিয়েছিলেন, তিনি দেশে থাকতে পারেন নাই। সেই বিচারককে দেশ ত্যাগ করতে হয়েছে। কিন্তু পরবর্তীতে সেই বিচারকের ঘুষ গ্রহণের বিষয়টি সকলের সামনে এলেও তা চেপে যান নজরুল ইসলাম খান।
×