ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএনপির বিবৃতি মিথ্যা

লন্ডন হাইকমিশনে হামলার বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান

প্রকাশিত: ০৫:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

লন্ডন হাইকমিশনে হামলার বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান

কূটনৈতিক রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননা ও লন্ডন হাইকমিশনে আক্রমণের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় যুক্তরাজ্য বিএনপি শাখার বিবৃতিকে ‘অসত্য’ ও হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত বলে জানিয়েছে যুক্তরাজ্য হাইকমিশন। বৃহস্পতিবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্য হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনা সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে, যা ‘মিথ্যা’। বিএনপির বিবৃতিতে গত ৭ ফেব্রুয়ারি সহিংস হামলার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা ও ‘অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত’ বলে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য ‘দুঃখ প্রকাশ’ করা হয়। তবে এই ঘটনার জন্য ‘দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারের চরম অসৌজন্যমূলক আচরণের মাধ্যমে’ স্মারকলিপি গ্রহণ করতে অপারগতার বিষয়টি বিক্ষোভকারীদের মনে ‘অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার’ করে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। হাইকমিশনে আক্রমণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননা, জাতীয় সম্পদ ভাংচুর, হাইকমিশন কর্মচারীদের শারীরিকভাবে আক্রমণ করা এবং কর্মকর্তা-কর্মচারীদের হুমকি প্রদান-এই সকল কুকর্মের দায়ভার হাইকমিশনের ওপর চালানোর অপপ্রয়াস করা হয়েছে। যুক্তরাজ্যের হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, হাইকমিশন কর্তৃক স্মারকলিপি গ্রহণ একটি নিয়মিত ও নিয়মতান্ত্রিক বিষয়। উক্ত দিনেও নিয়মতান্ত্রিকভাবে হাইকমিশনের নির্ধারিত কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তরের জন্য কর্তব্যরত পুলিশের মাধ্যমে বিক্ষোভকারীদের অনুরোধ করা হয়। পরবর্তীতে বিক্ষোভকারী কর্তৃক ন্যাক্কারজনক ও সহিংস কার্যক্রম থেকে প্রতীয়মান হয় যে স্মারকলিপি প্রদানের বিষয়টি হাইকমিশনে আক্রমণের অজুহাত ছিল মাত্র। বিক্ষোভ সমাবেশের শুরুতেই কোন কারণ ছাড়া বিক্ষোভের শীর্ষ নেতৃত্বসহ কতিপয় বিক্ষোভকারী হাইকমিশনের এক কর্মচারীকে শারীরিকভাবে আক্রমণ করে। সুতরাং হাইকমিশনের কোন কর্মচারীর ‘অসৌজনমূলক আচরণের’ কারণে উত্তেজনা সৃষ্টি হয় বলে যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন। বরং প্রতীয়মান হয় যে, পূর্বপরিকল্পিতভাবেই কারও নির্দেশনায় হাইকমিশনে আক্রমণ চালানো হয়েছিল। এরূপ গর্হিত অপরাধের পরও তার যৌক্তিকতা প্রতিষ্ঠার জন্য সংগঠনের দুই নেতার স্বাক্ষরিত বিবৃতিতে মিথ্যার আশ্রয় নেয়া সংগঠনের সততা ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ করে। এতে আরও বলা হয়, ঘটনার দিন হাইকমিশনের কোন কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভকারীদের সঙ্গে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণ করেনি। বিক্ষোভকারীরা হাইকমিশনে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য ও হুমকি প্রদান সত্ত্বেও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দিয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর পরও সেটাকে একটি মিথ্যা বিবৃতি দেয়া এবং ঘটনার জন্য হাইকমিশনকে দায়ী করার অপপ্রয়াস অত্যন্ত দুঃখজনক। বিএনপির (যুক্তরাজ্য শাখা) বিবৃতিতে যে দুঃখ প্রকাশ করা হয়েছে, তা অসত্য বিবৃতি দানের মাধ্যমে অসাড়তায় পর্যবসিত হয়েছে। এই কপট দুঃখপ্রকাশের মাধ্যমে জনগণ যাতে বিভ্রান্ত না হয় এবং প্রকৃত ঘটনা সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টি না হয় সেজন্য হাইকমিশন এই প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননা ও লন্ডন হাইকমিশনে আক্রমণের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সূত্র জানায়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্য বিএনপি শাখা মিছিল-সমাবেশ থেকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা চালায়। সে সময় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিএনপি যুক্তরাজ্য শাখা এবং এর অঙ্গ সংগঠনসমূহ কর্তৃক আয়োজিত বিক্ষোভ শেষে স্মারকলিপি হস্তান্তরের নামে একদল বিক্ষোভকারী জোরপূর্বক দূতাবাসের অভ্যন্তরে প্রবেশ করে দূতাবাসের কর্মচারীদের আক্রমণ করে এবং দূতাবাসের সম্পত্তি ভাংচুর করে। একই সঙ্গে হাইকমিশনে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবমাননা করে। ঘটনার পর লন্ডন পুলিশ হাইকমিশনকে ঘটনার ভিডিও ফুটেজ হস্তান্তরের পাশাপাশি একজনকে গ্রেফতার করে। তবে একাধিক সূত্র জানিয়েছে, হাইকমিশনে হামলার ঘটনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ইন্ধন রয়েছে। হাইকমিশনে হামলার ঘটনায় যুক্তরাজ্য বিএনপি শাখা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে হামলার ঘটনায় বিএনপি দুঃখপ্রকাশ করে। তবে বিএনপির বিবৃতিতে অসত্য তথ্য দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্য হাইকমিশন।
×