ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পাঁচ গারো পরিবারের ওপর হামলা, লুটপাট

প্রকাশিত: ০৫:১০, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

 রাজধানীতে পাঁচ গারো পরিবারের ওপর হামলা, লুটপাট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালা প্রাইমারী স্কুল রোডের বাসায় অনুপ্রবেশ করে সন্ত্রাসী হামলা, জিনিসপত্র লুটপাট ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছে পাঁচ গারো আদিবাসী পরিবার। পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ ফেব্রুয়ারি সীমা বেগম ও শরিফা ইসলামের (সাবিনা) নেতৃত্বে প্রায় ত্রিশজনের একটি দল এই হামলা চালায় বলে জানা গেছে। এ হামলায় ভাড়াটিয়া ফরিদ চিসিমসহ আরও কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় ভাটারা থানায় ১৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন বাসার মালিক রিতা রেমা (৪৪)। মামলা নং ১৩। অন্য চার গারো পরিবার রিতা রেমার বাসায় ভাড়া থাকেন। মামলার আসামিরা হলেনÑ মোঃ আমির হোসেন (৪০), সীমা বেগম (৪৫), শরিফা ইসলাম (৪৫), আবু জাফর (৫০), মোঃ আব্দুল হালিম (৩২), মোঃ সেলিম (৪০), মোঃ শাহিন (৪৫), শামীম (৪২), মোঃ ইউনূছ আলী (৬৫), রুমা বেগম (৩৫), নূরজাহান বেগম, মলি খাতুন (২৪), রাফিজা খাতুন, মোঃ আলমগীর (৪০) ও মোঃ নাদিম (৩৫)। মামলার বাদী রিতা রেমা অভিযোগ করেন, অনেকদিন ধরে একটি গোষ্ঠী তার এক টুকরো জমি দখলে নেয়ার পাঁয়তারা করছে। নানা সময়ে ভয় ভীতি দেখিয়ে জমি দখলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে গত ১৩ ফেব্রুয়ারি সকাল সাতটায় অতর্কিতভাবে রিতা রেমার বাসায় হামলা চালায়। হামলাকারী বাসার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যায়। যার আর্থিকমূল্য প্রায় ১১ লাখ টাকা। হামলায় বাদী রিতা রেমাসহ চার ভাড়াটে পরিবারের সদস্যরাও আহত হন। বাদীপক্ষকে মামলা তুলে নেয়ার জন্য আসামিরা নানাভাবে ভয় ভীতি দেখিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন আদিবাসী মহিলা রিতা রেমা।
×