ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে তিনদিন আটকে রেখে নির্যাতনে গৃহবধূকে হত্যা

প্রকাশিত: ০৫:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ে তিনদিন আটকে রেখে নির্যাতনে গৃহবধূকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ ফেব্রুয়ারি ॥ বালিয়াডাঙ্গী উপজেলায় মুনছুরা আক্তার (২২) নামের এক গৃহবধূকে ৩ দিন ঘরে আটকে রেখে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে গৃহবধূর স্বামী রুবেল (২৭) ও শ্বশুর তফিজুল ইসলামকে (৫২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা করিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুনছুরা ওই গ্রামের মাসুদ রানা ওরফে রুবেলের স্ত্রী। গৃহবধূর মা রজিনা বেগম ও ফুপাত ভাই আলমগীর অভিযোগ করে বলেন, রুবেল ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে মুনছুরা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। কয়েকদিন ধরে তাকে ঘরে বন্দী করে রেখে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। তার বাবা-মার সঙ্গেও যোগাযোগ করতে দেয়নি। নিহতের মা রজিনা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবেশীর মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমরা ছুটে এসে দেখি যে, মেয়ের লাশ বারান্দায় পড়ে রয়েছে। বাড়ির সকল দরজায় তালাবদ্ধ। লোকজন কেউ নেই। মেয়ের চাচা লাবু হোসেন বলেন, প্রায় সময় মুনছুরাকে স্বামীর পরিবারের লোকজন অত্যাচার করত। আমিসহ মুনছুরা আক্তারের পরিবারের লোকজন সেই ঝগড়ার মীমাংসা করে গেছি। ভানোর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার বলেন, আমি গৃহবধূর মৃত্যুর খবর শুনে থানায় সংবাদ দেই। বালিয়াডাঙ্গী থানার এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখি। মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় গৃহবধূর স্বামী রুবেল (২৭) ও তার বাবা তফিজুল ইসলামকে (৫২) আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
×