ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জমি নিয়ে বিরোধ, লক্ষ্মীপুরে সাংবাদিককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

জমি নিয়ে বিরোধ, লক্ষ্মীপুরে সাংবাদিককে  পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ ফেব্রুয়ারি ॥ লক্ষ্মীপুরে জমির বিরোধে শাহ মনির পলাশ (২৫) নামে এক সংবাদকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পিতার নাম মনিরুল ইসলাম। সদর উপজেলাধীন পার্বনীনগরের মাছিম নগর গ্রামে নিহতের বাড়ি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। শাহ মনির পলাশ ছিলেন মার্জিত, সদালপী এবং মিষ্টিভাষী ও বিচরণ সংবাদকর্মী। তিনি একটি পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর সরকারী কলেজের স্নাতক (বিএ) পরীক্ষার ফলপ্রার্থী । পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার সকালে সাংবাদিক পলাশদের বাগানের গাছ কেটে নেয়ার চেষ্টা করে তার দুই জেঠাত ভাই আবু ইউছুফ (৫০) ও আবু ছায়েদ (৪৫)। এতে বাধা দেয়া হলে পলাশের বাবাকে তারা ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে পলাশের বৃদ্ধ বাবা আহত হয়ে মাটিতে পড়েন। এ সময় বাবাকে উদ্ধার করতে গেলে তার প্রতিপক্ষ অপর দুই জেঠাত ভাই পলাশকে রড দিয়ে মাথায় ও বুকে আঘাত করে। এতে মাথা ফেটে মাটিতে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন পলাশ। একই সময় ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে বোন নাছিমা আক্তার বেগমকেও (৩৫) মারধর করা হয়। এতেও ক্ষান্ত হয়নি হামলাকারীরা। হামলাকারীরা বোন নাছিমার গলা থাকায় একটি স্বর্ণের হার ছিনিয়ে নেয়। পরে এলাকার লোকজন গুরুতর অবস্থায় পলাশকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে নোয়াখালী হাসপাতালে পাঠান। অবস্থার অবনতিতে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পলাশকে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সাংবাদিক পলাশ মারা যান।
×