ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমস হকির ;###;বাছাই পর্ব

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

প্রকাশিত: ০৪:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ৯ দল নিয়ে হতে যাচ্ছে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। আগামী ৮ মার্চ ওমানে শুরু হবে ৯ জাতির এ লড়াই। দলগুলো অংশ নেবে দুই গ্রুপে বিভক্ত হয়ে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপটা তুলনামূলক সহজ। ৫ দলের এ গ্রুপের অন্য দেশগুলো হচ্ছে : হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও আফগানিস্তান। লাল-সবুজদের বাছাইপর্ব শুরু হবে ৯ মার্চ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের তিন ম্যাচ ১০ মার্চ থাইল্যান্ড, ১২ মার্চ হংকং এবং ১৩ মার্চ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। ‘বি’ গ্রুপে স্বাগতিক ওমানের সঙ্গে খেলবে শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও কাজাখস্তান। বাছাইপর্ব থেকে উঠবে ৫টি। সরাসরি খেলবে দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, চীন ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া বাছাইপর্বও খেলছে। তারা বাছাইপর্বে ৫ দলের মধ্যে থাকলে ষষ্ঠ দলটিও সুযোগ পাবে এশিয়ান গেমসে। এশিয়ান গেমসের বাছাইপর্বের জন্য অনুশীলন চলছে জাতীয় হকি দলের। কোচ মাহবুব হারুন দল নিয়ে অনুশীলন শুরু করেছেন। ইতোমধ্যেই খেলোয়াড় তালিকা ২৮-এ নামিয়ে এনেছেন তিনি। চলতি মাসের তৃতীয় সপ্তাহে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল ওমান যাত্রা করবে ৭ মার্চ।
×