ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাতার ওপেনের তৃতীয়পর্বে কেভিতোভা-পিসকোভা-কন্টা

ওজনিয়াকি-হ্যালেপের জয়

প্রকাশিত: ০৪:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

ওজনিয়াকি-হ্যালেপের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ কাতার ওপেনে জয় দিয়েই মিশন শুরু করেছেন ক্যারোলিন ওজনিয়াকি এবং সিমোনা হ্যালেপ। বুধবার ড্যানিশ টেনিস তারকা খুব সহজেই পরাজিত করেন জার্মানির কারিনা উইটহোফটকে। আর রোমানিয়ার সিমোনা হ্যালেপ জয় তুলে নেন রাশিয়ার একাটেরিনা মাকারোভার বিপক্ষে। এ ছাড়াও দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন ইউক্রেনের এলিনা সিতলিনা, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার মতো তারকারা। গত মাসেই অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন ক্যারোলিন ওজনিয়াকি। ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের পর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রথম কোর্টে নামেন তিনি। কিন্তু সেখানে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার খেলোয়াড়। তবে কাতার ওপেনে দারুণ আত্মবিশ্বাস নিয়েই কোর্টে নামেন তিনি। টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে খেলতে নেমে ক্যারোলিন ওজনিয়াকি এদিন ৬-২ এবং ৬-০ গেমে পরাজিত করেন জার্মানির কারিনা উইটহোফটকে। এমন জয়ের পর দারুণ খুশি অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এখানে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেছি। কোর্টও যেন আমাকে দারুণভাবে মিলিয়ে নিয়েছে। এই জয়ে আমি খুব খুশি।’ এই টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কাটলেই নতুন এক রেকর্ডের মালিক হবেন ওজনিয়াকি। ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে পুরস্কারের অর্থমূল্যের দিক দিয়ে ৩০ মিলিয়ন ডলারকেও ছাড়িয়ে যাবেন তিনি। মেলবোর্নে যাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন ওজনিয়াকি বুধবার সেই হ্যালেপও সহজেই পেরিয়েছেন দ্বিতীয়পর্বের বাধা। রোমানিয়ার এই টেনিস তারকা এদিন ৬-৩ এবং ৬-০ গেমে হারান রাশিয়ার একাটেরিনা মাকারোভাকে। গুড়ালিতে চোট পাওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকেই কোর্টের বাইরে ছিটকে পড়েন সাবেক নাম্বার ওয়ান এই টেনিস তারকা। বেশ কিছুদিন বিশ্রামে থাকার পর কাতার ওপেন দিয়েই মিশন শুরু করেন তিনি। তবে ম্যাচের শেষে হ্যালেপ জানান, গোড়ালির চোঁট ভাল হয়ে গেলেও এখনও পায়ে ব্যথা অনুভব করেন তিনি। তার মতে, ‘গোড়ালি এখন ঠিক আছে তবে পায়ে ব্যথা অনুভব করি।’ আর এই ব্যথার কারণেই কাতার ওপেনে কতদূর এগোতে পারবেন ওজনিয়াকি সেটাই এখন দেখার অপেক্ষা। তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন পেত্রা কেভিতোভা এবং জোহানা কন্টাও। ব্রিটিশ তারকা কন্টা এদিন ৬-২ এবং ৬-২ গেমে পরাজিত করেন কাতার ওপেনের সাবেক চ্যাম্পিয়ন কার্লা সুয়ারেজ নাভারোকে। দুর্দান্ত গতিতে ছুটছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিনা পিসকোভাও। চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা এদিন দ্বিতীয়পর্বের ম্যাচে ৬-২ ও ৬-৩ সেটে হারান ফ্রান্সের এ্যালিজ কোর্নেটকে। তবে তৃতীয়পর্বের টিকেট কাটতে ঘাম ঝরেছে পেত্রা কেভিতোভার। টুর্নামেন্টের ১৬তম বাছাই কেভিতোভা দ্বিতীয়পর্বের কঠিন লড়াইয়ের ম্যাচে ৬-৭ (৩/৭), ৬-৩ এবং ৬-৪ গেমে হারান পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে। কঠিন এই জয়ের পর উচ্ছ্বসিত কেভিতোভা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথম সেটে হেরে যাওয়ার পরও কিভাবে ম্যাচে ফিরেছি সে ব্যাপারে কোন ধারণাই নেই। তবে এখন খুব স্বস্তি পাচ্ছি।’ এছাড়াও দারুণ জয়ে কাতার ওপেনের তৃতীয়পর্বের টিকেট কেটেছেন জার্মানির জুলিয়া জর্জেস, ইউক্রেনের এলিনা সিতলিনা, রোমানিয়ার সোরানা ক্রিস্টিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন বেলিস। পরের রাউন্ডের টিকেট কেটেছেন জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবারও। তবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশজন খেলোয়াড়ের মধ্যে নয়জনই খেলা এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ফ্রান্স ওপেনের চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো।
×