ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে এক ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি সি আর সেভেনের, প্যারিসে ঘুরে দাঁড়ানোর আশা নেইমারের

একাই ‘১০০’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

প্রকাশিত: ০৪:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

একাই ‘১০০’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ডটা ডালভাত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। হরহামেশাই অনন্য সব রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। এবার আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে এক ক্লাবের হয়ে (রিয়াল মাদ্রিদ) গোলের সেঞ্চুরি করেছেন বর্তমান ফিফা সেরা ফুটবলার। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসী ক্লাব পিএসজির বিরুদ্ধে প্রথম গোল করে এ কৃতিত্ব গড়েন তিনি। এরপর আরও একটি গোল করেন পাঁচবারের ফিফা সেরা তারকা। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে ১০০ গোল করার রেকর্ড রোনাল্ডোর। এ কৃতিত্ব অনেক আগেই করেছেন। এবার শুধু রিয়ালের হয়েই সেঞ্চুরি করলেন। বর্তমানে রিয়ালের হয়ে ১০১টি গোল করা রোনাল্ডো সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লীগে করেছেন ১১৫ গোল। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোল ৯৭টি। এরপরে আছেন যথাক্রমে রাউল গঞ্জালেস (৭১), রুড ভ্যান নিস্টলরয় (৫৬) ও করিম বেনজেমা (৫৩)। এবারের চ্যাম্পিয়ন্স লীগে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন রোনাল্ডো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপপর্বের সব ম্যাচে গোল করার রেকর্ড আগেই গড়েছেন। সর্বশেষ ১২ ম্যাচে গোল করেছেন ২১টি। ইউরোপ সেরার আসরে এখন রোনাল্ডোর মোট গোল ১১৫। ৬৩ বছরের ইতিহাসসমৃদ্ধ এই আসরে তারচেয়ে বেশি গোল আছে মাত্র ১৯টি ক্লাবের। এ নিয়ে টানা ৭ বছর চ্যাম্পিয়ন্স লীগে কমপক্ষে ১০ গোল করেছেন রোনাল্ডো। মেসি টানা দুইবার এটা করতে পেরেছেন (সবমিলিয়ে চারবার)। নিস্টলরয়ও টানা দুইবার ১০ গোল করেছিলেন। রোনাল্ডো রিয়ালে যোগ দেয়ার পর ৩টি চ্যাম্পিয়ন্স লীগ জেতার পথে ১০১ গোল করেছেন। প্রথম লেগ জিতে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেলেও আত্মতুষ্টিতে ভুগছেন না রোনাল্ডো। বরং সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। রোনাল্ডো বলেন, সবকিছুর নিষ্পত্তি এখনও হয়ে যায়নি। আমাদের জয়ের জন্য ও গোল করার জন্য প্যারিসে যেতে হবে। আমাদের শান্ত থাকতে হবে এবং পরের পর্বে যেতে হবে। এটা ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ জয়। আমরা শুরুটা ভাল করেছিলাম কিন্তু একটা গোল খেয়ে গেলাম। কিন্তু এটা চ্যাম্পিয়ন্স লীগ এবং মাদ্রিদ অভিজ্ঞ দল। আর ম্যাচটা ৯০ মিনিটের আর নিজেদের মাঠে এবং আমরা ভাল একটা ম্যাচ খেলতে নেমেছিলাম। পরের দুই গোলের জন্য আমরা ফিরতি লেগে এগিয়ে থাকব। চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালের হয়ে শততম গোল পাওয়ার রাতে দল জেতায় আরও বেশি খুশি রোনাল্ডো। প্রশংসা করতে ভোলেননি অপর গোলদাতা মার্সেলোকেও। বলেন, মার্সেলোর গোল খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে দারুণ খেলেছে এবং এটা তার প্রাপ্য ছিল। যখন আপনি গোল করবেন এবং আপনার দলও জিতবে এটা সবসময়ই বিশেষ কিছু। আরেকবার সেটা হয়েছে এবং আমি জোড়া গোল করেছি। রিয়াল কোচ জিনেদিন জিদানও তুষ্টিতে ভুগছেন না। তিনি ম্যাচ শেষে বলেন, এটা শেষ হয়ে যায়নি। আরও ৯০ মিনিটের বেশি বাকি আছে। আমরা খুশি। কারণ নিজেদের জন্য এবং সমর্থকদের জন্য দারুণ একটি ম্যাচ খেলতে পেরেছি, যারা সবসময় দলের পাশে থাকেন। আজ আমাদের খুশি থাকতেই হবে। তবে তিন সপ্তাহের মধ্যে আরেকটি ম্যাচ খেলতে হবে। আমরা জানি, ভুগতে হবে। শুরুর একাদশে গ্যারেথ বেলের বদলে ইস্কোর নামটি দেখে অনেকেই অবাক হয়েছিলেন। জিদান এ প্রসঙ্গে বলেন, এটা কঠিন ছিল, তবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ একটি ম্যাচ উপহার দিতে পেরেছি। আমি খুশি। এই জয় সবার জন্য। আমরা মধ্যে তাদের তিনজনের বিপক্ষে চারজন খেলিয়েছি। ইস্কো দারুণ একটি ম্যাচ খেলেছে। সে আমাদের বল নিয়ন্ত্রণে সাহায্য করেছে। এটাই পরিকল্পনা ছিল। অন্যদিকে বার্নাব্যুতে বিধ্বস্ত হলেও প্যারিসে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন পিএসজি তাকরা নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, কোন কিছুরই ফয়সালা হয়ে যায়নি। নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে আমাদের আরও একটা ম্যাচ আছে, যেটা খুবই কঠিন হবে, মাদ্রিদে যেমন কঠিন হয়েছে। কিন্তু আমি আশাবাদী আমরা পারব।
×