ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোহামেডানের প্রথম জয়, প্রথম হার জামালের

প্রকাশিত: ০৪:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

মোহামেডানের প্রথম জয়, প্রথম হার জামালের

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) প্রথম জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে তারা প্রথম হারের স্বাদ উপহার দেয় শেখ জামাল ধানম-ি ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে। এ ম্যাচে হার না মানা শতক হাঁকান মোহামেডানের ওপেনার শামসুর রহমান। বিকেএসপির ৪ নম্বর মাঠে তৌহিদ হৃদয়ের অপরাজিত ১২২ রানের পরও শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে। আর ফতুল্লায় লিজেন্ডস অব রূপগঞ্জ আব্দুল মজিদের ১১০ রানের সুবাদে ২৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। টানা দুই ম্যাচ জিতেছিল শেখ জামাল, আর হেরেছিল মোহামেডান। এ দুই দলের লড়াইটাই ছিল বৃহস্পতিবারের মূল আকর্ষণ। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৭ রান তোলে জামাল। তিনটি অর্ধশতক আসে নুরুল হাসান সোহান (৫৯ বলে ৭ চারে ৭৭), রাকিন আহমেদ (৯১ বলে ৬৪) ও সৈকত আলীর (৫৩ বলে ৫ চার, ২ ছক্কায় ৫০)। তাইজুল ইসলাম ও শুভাশীষ রায় দুটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ১০ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে সালমান বাট ও শামসুর ১১৯ রানের জুটি গড়লে জয়ের ভিত পায় মোহামেডান। সালমান মাত্র ৭৫ বলে ১২ চারে ৮১ রান করে সাজঘরে ফিরলেও শামসুর শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৪ বলে ৯ চার, ৫ ছক্কায় ১২৩ রানে। এছাড়া রকিবুল হাসান ৪৯ বলে ৫ চার, ৩ ছক্কায় ৬৩ রান করেন। ৪৮.১ ওভারে ৫ উইকেটে ২৯০ রান তুলে ৫ উইকেটের জয় পায় মোহামেডান। বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল নবাগত শাইনপুকুর ও ১০ বছর পর প্রিমিয়ার লীগে ফেরা অগ্রণী ব্যাংক। অনুর্ধ-১৯ দলের ক্রিকেটার তৌহিদ হৃদয়ের ১২৫ বলে ৮ চার, ৩ ছক্কায় করা অপরাজিত ১২২ এবং উদয় কৌলের ৯৫ বলে ৭ চারে করা ৭৭ রানে ভর দিয়ে ৬ উইকেটে ২৬৪ রান তোলে শাইনপুকুর। জবাবে ধীমান ঘোষের ৭৬ বলে ৮ চার, ১ ছক্কায় করা ৮৫ ও সালমান হোসেনের ৬৭ বলে ৮ চার, ১ ছক্কায় করা অপরাজিত ৬৫ রানে ৪৬.৫ ওভারে ৫ উইকেটে ২৬৮ রান তুলে জয় পায় অগ্রণী ব্যাংক। এছাড়া ওপেনার আজমীর আহমেদ মাত্র ৩৪ বলে ৬ চার, ৩ ছক্কায় ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ফতুল্লায় ওপেনার আব্দুল মজিদ ১২২ বলে ৪ চার, ৮ ছক্কায় ১১০ এবং নাঈম ইসলাম ৫১ রান করলে ৬ উইকেটে ২৩৯ রান পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে আসিফ হাসান, মোশাররফ হোসেন ও মোহাম্মদ শহীদের (৩টি করে উইকেট) ভয়ঙ্কর বোলিংয়ে ৪৮.২ ওভারে ২১৫ রানেই গুটিয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। আল-আমিন জুনিয়র সর্বোচ্চ ৬৮ রান করেন ৮৭ বলে ৫ চার, ১ ছক্কায়। স্কোর ॥ মোহামেডানÑশেখ জামাল ম্যাচ, শেখ জামাল ইনিংস- ২৮৭/৯; ৫০ ওভার (নুরুল ৭৭, রাকিন ৬৪, সৈকত ৫০, হাসানুজ্জামান ৩৩; তাইজুল ২/৪০, শুভাশীষ ২/৬৫)। মোহামেডান ইনিংস- ২৯০/৫; ৪৮.১ ওভার (শামসুর ১২৩*, সালমান বাট ৮১, রকিবুল ৬৩; রবিউল ২/৫৫)। ফল ॥ মোহামেডান ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ শামসুর রহমান (মোহামেডান)।
×