ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএলে ফিরছেন শেন ওয়ার্ন

প্রকাশিত: ০৪:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

আইপিএলে ফিরছেন শেন ওয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ না ক্রিকেটার নয়। রাজস্থান রয়্যালসের অন্যতম মেন্টর হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ফিরছেন শেন ওয়ার্ন। অধিনায়ক হিসেবে ২০০৮ সালে প্রথম আসরেই যে দলটিকে ট্রফি এনে দিয়ে বাজিমাত করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি এ লেগস্পিনার। ফিক্সিংয়ের অভিযোগে দুই বছরের নির্বাসন কাটিয়ে এবারের আইপিএলে ফিরছে রাজস্থান। এটিকে ঘরে ফেরার সঙ্গে তুলনা করে ৪৮ বছর বয়সী ওয়ার্ন বলেন, ‘রাজস্থানে ফিরতে পেরে অত্যন্ত খুশি এবং উত্তেজিত। আমি এখনও বিশ্বাস করি এটা আমার ক্রিকেট ক্যারিয়ারে একটা স্পেশাল জায়গা। এই ফ্র্যাঞ্চাইজি ও রয়্যালস ফ্যানদের ভালবাসায় আমি অত্যন্ত আপ্লুত।’ খেলোয়াড় হিসেবে ২০১১ পর্যন্ত রাজস্থানের সঙ্গেই ছিলেন। ২০০৮-২০১১ চার বছরে আইপিএলে ৫২ ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন ওয়ার্ন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। স্মিথের মতো একজনকে নেতা হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ওয়ার্ন। দুই অসি তারকার কম্বিনেশনে ভাল কিছুই করার আশায় দলটি। নিলামেও বেশ কয়েকজন ভাল খেলোয়াড় কিনে নিয়েছে তারা। যার মধ্যে অন্যতম বেন স্টোকস। আলোচিত ইংলিশ অলরাউন্ডারের জন্য খরচ হয়েছে ১২ কোটি রুপী। দেশীদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ সাড়ে ১১ কোটিতে জয়দেব উনাদকড়কে দলে ভেড়ানো হয়েছে।
×