ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রকাশিত: ০৪:২৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার কুমার সমিত রায় জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণে এই মেলা শুরু হয়েছে। ওইদিন রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক বেয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়েছে। সেখানে পায়রা উড়িয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রনেন্দু বিকাশ চাকমা তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। গাইবন্ধায় কৃষিঋণ মেলা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ কৃষকদের প্রকাশ্যে ঋণ বিতরণের লক্ষ্যে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও ব্যাংকার্স ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় কৃষকদের ঋণ বিতরণের মাধ্যমে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ব্যতিক্রমধর্মী এই কৃষি ঋণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন ব্যাংকের ২০টি স্টল খোলা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, রংপুর জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মোখলেসুর রহমান প্রমুখ। দিনাজপুরে মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ১৩তম বাণিজ্যমেলা শুরু হয়েছে। দিনাজপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গোর-এ শহীদ বড়ময়দানে মাসব্যাপী ১৩তম বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বিপিএম, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।
×