ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইডিএলসির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

আইডিএলসির লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। বুধবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৩ পয়সা। এ সময় শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি হয়েছে ৩৩ টাকা ৪১ পয়সা। আগামী ২৯ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ। স্টাইল ক্রাফটের পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যাইল ক্রাফটের পরিচালক শরীফ আলমাস রহমান শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। সূত্র জানায়, শরীফ আলমাস রহমান তার স্ত্রী নুসরাত রহমান লোপার কাছে ২০ হাজার শেয়ার হস্তান্তর করবেন। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১ লাখ ২৮ হাজার ১১০টি শেয়ার আছে।
×